Image

উরভিল প্যাটেলকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
উরভিল প্যাটেলকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস

উরভিল প্যাটেলকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস

উরভিল প্যাটেলকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস

আইপিএলে চেন্নাই সুপার কিংস দলে পরিবর্তন এসেছে। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন তরুণ উইকেটকিপার-ব্যাটার বংশ বেদী। তার স্থলাভিষিক্ত হিসেবে দলে যুক্ত হয়েছেন উরভিল প্যাটেল।

গত ৫ মে ম্যাচ চলাকালীন গোড়ালিতে চোট পান বংশ বেদী। চিকিৎসা পরবর্তী বিশ্রামের দরকার পড়ায় চলতি আসরের বাকি অংশে আর মাঠে নামতে পারছেন না তিনি। এই প্রেক্ষাপটে গুজরাট টাইটান্সের সাবেক ক্রিকেটার, ডানহাতি উইকেটকিপার-ব্যাটার উরভিল প্যাটেলকে স্কোয়াডে ভেড়ানোর সিদ্ধান্ত নেয় চেন্নাই ম্যানেজমেন্ট।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা প্যাটেল আগ্রাসী ব্যাটিং আর দক্ষ গ্লাভস ওয়ার্কের জন্য পরিচিত। তার অন্তর্ভুক্তি চেন্নাইয়ের মিডল অর্ডার শক্তিশালী করার পাশাপাশি উইকেটকিপিং বিভাগেও বাড়তি বিকল্প দিচ্ছে।

বর্তমানে দলটির নেতৃত্বে থাকা মহেন্দ্র সিং ধোনির সঙ্গে উইকেটকিপিংয়ের দায়িত্ব ভাগ করে নিতে পারেন প্যাটেল। আইপিএলের শেষ ভাগে গিয়ে এই পরিবর্তন দলের কৌশলগত ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three