Image

ওমানের বিপক্ষে সহজ জয়, দুর্দান্ত শুরু পাকিস্তানের

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 11 মিনিট আগে
ওমানের বিপক্ষে সহজ জয়, দুর্দান্ত শুরু পাকিস্তানের

ওমানের বিপক্ষে সহজ জয়, দুর্দান্ত শুরু পাকিস্তানের

ওমানের বিপক্ষে সহজ জয়, দুর্দান্ত শুরু পাকিস্তানের

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়েছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মোহাম্মদ হারিসের অনবদ্য হাফসেঞ্চুরিতে ভর করে পাকিস্তান ১৬১ রানের লক্ষ্য ছুড়ে দেয় ওমানের সামনে। সেই লক্ষ্য তাড়ায় মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় ওমান, ফলে ৯৩ রানের বিশাল জয় পায় সালমান আঘার নেতৃত্বাধীন পাকিস্তান।

১৬১ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে ওমান। পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়েন ওমানের ব্যাটাররা। শাহিন শাহ আফ্রিদি, সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাট হাতে দাঁড়াতে পারেননি কেউই।

ওমানের অধপতনের শুরুটা হয় সাইম আইয়ুবের স্পিনে। ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন তিনি। এরপর দ্বিতীয় ওভারে এসে ফের আঘাত হানেন সাইম। পরপর দুই ওভারে দুই ওপেনার জাতিন্দর সিং (২) এবং আমির কালিম (১৩) ফিরে গেলে চাপে পড়ে যায় ওমান। মূলত ব্যাটার হিসেবে পরিচিত সাইম আইয়ুব ওপেনারদের দুর্বলতা যেন ভালোই বুঝেন। তাঁর ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে প্রতিপক্ষ।

তৃতীয় ব্যাটার হিসেবে নামা হাম্মাদ মির্জা খানিকটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। ২৩ বলে ২৭ রানের ইনিংসটি তা-ই প্রমাণ করে। তবে ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিমের বোলিংয়ের সামনে বাকিরা ছিলেন একেবারে ছায়ামাত্র। মাত্র ২৫ রানের ব্যবধানে শেষ ছয় উইকেট হারায় ওমান। ইনিংস থামে মাত্র ১৬.৪ ওভারে ৬৭ রানে। আমির কালিম ও হাম্মাদ মির্জা ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন শুধু শাকিল আহমেদ (১০ রান), যিনি ব্যাট করতে নেমেছিলেন নয় নম্বরে।

পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব, ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিম প্রত্যেকে শিকার করেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ এবং মোহাম্মদ নওয়াজ।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ওপেনিংয়ে নামা সাইম আইয়ুব রানের খাতা খুলতে না পারলেও তিনে নামা মোহাম্মদ হারিস দুর্দান্ত ইনিংস খেলেন। ৪৩ বলে ৭টি চার এবং ৩ ছক্কায় ৬৬ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহানের (২৯) সঙ্গে গড়েন ৮৫ রানের জুটি, যা পাকিস্তানের ইনিংসের ভিত গড়ে দেয়।

দলীয় ৮৯ রানে ফারহান বিদায় নিলে ভাঙে এই জুটি। এরপর ১০২ রানে আমির কালিমের বলে বোল্ড হয়ে হারিস ফিরে গেলে পাকিস্তানের রানের গতি কিছুটা কমে যায়। এরপরও ফখর জামান (২২) ও মোহাম্মদ নওয়াজ (১৯) দলের সংগ্রহকে এগিয়ে নিয়ে যান। নির্ধারিত ২০ ওভার শেষে পাকিস্তান তুলে ৭ উইকেটে ১৬০ রান।

ওমানের হয়ে আমির কালিম ও শাহ ফয়সাল ৩টি করে উইকেট শিকার করেন।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারিস। তাঁর ৬৬ রানের দারুণ ইনিংসই পাকিস্তানকে এনে দেয় শক্ত ভিত ও জয়ের পথ।
 

Details Bottom