রিজান-সামিউনের দাপটে ইংল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 6 মিনিট আগে
রিজান-সামিউনের দাপটে ইংল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
রিজান-সামিউনের দাপটে ইংল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয় যুবা টাইগাররা। সেখানে ব্যাটিংয়ে রিজান হোসেনের দুর্দান্ত সেঞ্চুরি ও সামিউন বাসিরের বিধ্বংসী বোলিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৮৭ রানের বড় জয় তুলে নেয় বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ৪৯.২ ওভারে গুটিয়ে যায় ২৯২ রানে। যদিও শুরুটা ছিল বেশ বাজে, মাত্র ৬৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এই বিপর্যয়ে দলকে টেনে তোলেন রিজান হোসেন ও কালাম সিদ্দিকী। চতুর্থ উইকেট জুটিতে গড়েন ১৪৮ রানের দারুণ পার্টনারশিপ।
রিজান ১০১ বলে করেন দারুণ এক সেঞ্চুরি, ইনিংসটি সাজান ৯টি চারের সঙ্গে ১টি ছক্কায়। অন্যপ্রান্তে কালাম সিদ্দিকী খেলেন ৬৭ রানের অনবদ্য ইনিংস। ওপেনার জাওয়াদ আবরার ব্যাট থেকে আসে ৪০ রান, যা ছিল শক্ত ভিতের জ্বালানি।
২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ কার্যত সামিউনের স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি। মাত্র ৩৩.২ ওভারে ২০৫ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
ইংলিশদের হয়ে একমাত্র লড়াই করেন আইজ্যাক মোহাম্মদ। ৫৩ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংসে মারেন ৭টি ছক্কা। যখন মনে হচ্ছিল তার ব্যাটেই ম্যাচে ফিরতে পারে ইংল্যান্ড, তখন রিজানের হাত ধরেই থামে তার টর্নেডো ইনিংস, অসাধারণ এক ডেলিভারিতে তাকে ফেরান এই অলরাউন্ডার।
এরপর আর কেউ দাঁড়াতে পারেনি। সামিউন বাসির মাত্র ৪.২ ওভার বল করে ৯ রানের বিনিময়ে তুলে নেন ৪টি উইকেট, যা ম্যাচের ফল নির্ধারণে রেখেছে দারুণ অবদান।
এই জয়ে ১-০ তে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর।