Image

শেষ ওভারের নাটকে ৪ রানে হেরে গেল ইউএই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 2 মিনিট আগে
শেষ ওভারের নাটকে ৪ রানে হেরে গেল ইউএই

শেষ ওভারের নাটকে ৪ রানে হেরে গেল ইউএই

শেষ ওভারের নাটকে ৪ রানে হেরে গেল ইউএই

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাত্র ৪ রানে হেরে গেল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তানের দেওয়া ১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৬৬ রানে থেমে যায় তাদের ইনিংস।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ওপেনিং জুটিতে ঝড় তোলেন রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান। এই দুজন মিলে ১২ ওভারে যোগ করেন ৯৮ রান। তবে এক বলের ব্যবধানে ফেরেন দুজনই। গুরবাজ ৩৮ বলে করেন ৪০ রান, জাদরান খেলেন ৩৫ বলে ৪৮ রানের ইনিংস (৩ চার, ৩ ছক্কা)।

মোহাম্মদ ইসহাক ফেরেন ১০ বলে ৫ রান করে। এরপর ছোট ক্যামিও খেলেন করিম জানাত ও গুলবাদিন নাইব। জানাতের ব্যাট থেকে আসে ১৪ বলে ২৮ রান, নাইব যোগ করেন ১৪ বলে ২০ রান। পরে আজমতউল্লাহ ওমরজাই খেলেন ৯ বলে ১৪ রানের ছোট ইনিংস। নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৭০।

লক্ষ্য তাড়ায় নেমে দারুণ সূচনা পায় ইউএই। আলিশান শারাফু ও অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম গড়েন ৪৬ বলে ৬৫ রানের উদ্বোধনী জুটি। শারাফু ২৩ বলে ২৭ রান করে ফেরেন নূর আহমাদের বলে। আর ওয়াসিম ২৯ বলে খেলেন ৪৪ রানের ঝড়ো ইনিংস, তাকে ফেরান আব্দল্লাহ আহমেদজাই।

তৃতীয় উইকেটে যোগ হয় আরেকটি জুটি। তবে ১৯ বলে ২৩ করা মুহাম্মদ জোহাইবকে আউট করেন শরফউদ্দিন আশরাফ। এরপর রাহুল চোপড়াকে থামান মুজিব উর রহমান। ১১৩ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে ইউএই।

শেষ দিকে আসিফ খান ও হার্শিত কৌশিক চেষ্টা করেছিলেন দলকে টেনে নিতে। শেষ ওভারে ১৭ রান দরকার ছিল স্বাগতিকদের। প্রথম তিন বলে আসে ১২ রান—একটি চার, একটি ছক্কা আর দুটি সিঙ্গেল নেন আসিফ। তবে পরের তিন বলে আর রান আসেনি, শেষ বলটিতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ফলে ৪ রানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান।

আসিফ খান খেলেন ২৮ বলে ৪০ রান, তার সঙ্গী হার্শিত কৌশিক করেন ১২ বলে ১৫।

Details Bottom
Details ad One
Details Two
Details Three