লিজেন্ডস লিগে নাম লিখিয়েছেন সাকিব, খেলবেন বাংলাদেশের বিপক্ষে
- 1
জিম্বাবুয়ে টেস্টের জন্য ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা
- 2
নিউজিল্যান্ড সিরিজের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে মুস্তাফিজকে
- 3
ম্যাচ সেরার পুরস্কার নিয়ে এসে শ্রেয়াস জানলেন জরিমানা ১২ লাখ
- 4
সিলেটে ৯ উইকেট পাওয়া মুজারাবানি আইসিসি র্যাংকিংয়ে দিলেন বড় লাফ
- 5
পাকিস্তানে যাবার আগে শারজাহতে ২ টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা

লিজেন্ডস লিগে নাম লিখিয়েছেন সাকিব, খেলবেন বাংলাদেশের বিপক্ষে
লিজেন্ডস লিগে নাম লিখিয়েছেন সাকিব, খেলবেন বাংলাদেশের বিপক্ষে
আসন্ন এশিয়ান লিজেন্ডস লিগে এশিয়ান স্টারসের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ১২ মার্চ এশিয়ান স্টারসের বিরুদ্ধে ম্যাচ খেলবে বাংলাদেশ টাইগার্স। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের বিরুদ্ধে অন্য দলের হয়ে মাঠ মাতাবেন সাকিব।
ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগের জন্য নাম লেখালেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশ টাইগার্স দলের হয়ে না, সাকিব খেলবেন এশিয়ান স্টারসের জার্সিতে। এই দলে সাকিব ছাড়া এশিয়ার বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা আছেন। সাকিবের দলে নাম আছে বাংলাদেশের আরেক ক্রিকেটার অলক কাপালির।
টুর্নামেন্টে সাকিবের দলের প্রথম ম্যাচ ১০ মার্চ, প্রতিপক্ষ আফগান পাঠানস। ভিন্ন দুই দলের হয়ে সাকিব-তামিম মুখোমুখি হবেন আগামী ১২ মার্চ।
এশিয়ান লিজেন্ডস লিগ ১০ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ভারতের রাজস্থানে অনুষ্ঠিত হবে। যা মূলত জাতীয় দল থেকে অবসরে যাওয়া প্রাক্তন ক্রিকেটারদের টুর্নামেন্ট। এই আসরে অংশগ্রহণ করবে বাংলাদেশসহ এশিয়ার ৫টি দল।
এশিয়ান স্টারস স্কোয়াড-
সাকিব আল হাসান, কেদার যাদব, দিলশান মুনাবিরা, সৌরভ তিওয়ারি, আবদুল শাকুর, লাহিরু থিরিমান্নে, মেহরান খান, শিহান জয়সুরিয়া, আয়ান খান, মাহবুব আলম, সেকুগে প্রসন্ন, শাহবাজ নাদিম, পারভিন্দর আওয়ানা, অভিমন্যু মিঠুন, হাসতি গুল, অলক কাপালি, হামিদ হাসান।
বাংলাদেশ টাইগার্স স্কোয়াড-
মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাইম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, নাজিমউদ্দিন, তুষার ইমরান, ধীমান ঘোষ (উইকেটকিপার), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলি, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন লিখন, রুবেল হোসেন, শফিউল ইসলাম।