Image

এক ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ফখর জামানের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এক ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ফখর জামানের

এক ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ফখর জামানের

এক ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ফখর জামানের

পাকিস্তান জাতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ বড় ধাক্কা খেল। উদ্বোধনী ব্যাটার ফখর জামান ইনজুরির কারণে আসর থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বাঁহাতি ব্যাটার ইমাম-উল-হক কে।

নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ওভারে ফিল্ডিং করার সময় ফখর জামান বিপজ্জনকভাবে পড়ে গিয়ে পাঁজরের পেশিতে চোট পান। চিকিৎসকদের প্রাথমিক মূল্যায়নের পর তিনি মাঠে ফিরে এলেও বেশি সময় স্থায়ী হতে পারেননি। পরে স্ক্যান রিপোর্টে তার ইনজুরির মাত্রা গুরুতর ধরা পড়ে, যার ফলে তাকে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হলো।

এদিকে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইভেন্ট টেকনিক্যাল কমিটি ফখরের বদলি হিসেবে ইমাম-উল-হককে অনুমোদন দিয়েছে। ইমাম ইতিমধ্যেই পাকিস্তান শাহীন দলের সঙ্গে ছিলেন এবং সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানে পরাজিত হয়। ৩২১ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান ২৬০ রানে অলআউট হয়ে যায়। খুশদিল শাহ ৪৯ বলে ৬৯ রান ও অধিনায়ক বাবর আজম ৯০ বলে ৬৪ রান করেন।

আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে পাকিস্তান। এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয় অত্যন্ত জরুরি।

পাকিস্তানের আপডেটেড স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ইমাম-উল-হক, কামরান গুলাম, সাউদ শাকিল, তাইয়্যব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সালমান আলি আগা, উসমান খান, আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three