পিএসএল এলিমিনেটরে খেলছেন কেবল সাকিব, বেঞ্চে রিশাদ-মিরাজ

পিএসএল এলিমিনেটরে খেলছেন কেবল সাকিব, বেঞ্চে রিশাদ-মিরাজ
পিএসএল এলিমিনেটরে খেলছেন কেবল সাকিব, বেঞ্চে রিশাদ-মিরাজ
পিএসএলের এলিমিনেটর ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে বাংলাদেশ থেকে খেলছেন কেবল সাকিব আল হাসান। দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে মেহেদী হাসান মিরাজের অভিষেকের অপেক্ষা বাড়লো। সাকিবের সাথে কুশল পেরেরা আর ভানুকা রাজাপাকসেকে নিয়ে ডু-অর-ডাই ম্যাচের সেরা একাদশ সাজিয়েছে কালান্দার্স। টস হেরে আগে বোলিংয়ে শাহীন শাহ আফ্রিদির দল।
ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে ম্যাচটি জিততেই হবে। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের ৩ ক্রিকেটার থেকে কেবল সাকিব আল হাসানকে একাদশে রেখেছে লাহোর কালান্দার্স। আগের ম্যাচটি দিয়ে প্রায় ছয় মাস পর ক্রিকেটে ফেরেন সাকিব। তার প্রত্যাবর্তন অবশ্য সুখকর হয়নি। ব্যাটিংয়ে প্রথম বলে আউট হওয়ার পর বোলিংয়ে দুই ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।
এই ম্যাচে জিতলে আগামীকাল শুক্রবার কোয়ালিফায়ার ২-তে খেলতে হবে লাহোর কালান্দার্সকে। সেই ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে হারালে ২৫ তারিখ ফাইনাল কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসের বিরুদ্ধে।
বাংলাদেশ সময় আজ রাত ৯টায় করাচিং কিংস ও লাহোর কালান্দার্সের এলিমিনেটর ম্যাচ শুরু হবে।
লাহোর কালান্দার্স একাদশ-
ফখর জামান, মোহাম্মদ নাইম, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা (উইকেটকিপার), সাকিব আল হাসান, ভানুকা রাজাপাকসে, আসিফ আলি, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান মির্জা, জামান খান, হারিস রউফ।