সাকিব দারুণ করলেও ১ ওভারের বেশি বল পাননি
- 1
মোহাম্মদ নাইমের কারণে সাকিবকে আর বল দেননি আফ্রিদি
- 2
গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, রংপুর রাইডার্সের ম্যাচ কার সাথে কবে, কখন
- 3
ওয়েস্ট ইন্ডিজকে ১২৪ রানে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
- 4
বাবর-শাহীনদের ছাড়া বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
- 5
বৃষ্টি ভেজা দিনে নাইম-সাইফের রান উৎসব, বিজয়ের আছে আফসোস

সাকিব দারুণ করলেও ১ ওভারের বেশি বল পাননি
সাকিব দারুণ করলেও ১ ওভারের বেশি বল পাননি
ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে এলিমিনেটর ম্যাচটি জিততেই হবে। মহাগুরুত্বপূর্ণ এই খেলায় বাংলাদেশের ৩ অলরাউন্ডার থেকে কেবল সাকিব আল হাসানকে একাদশে রাখে লাহোর কালান্দার্স। সাকিবও বল হাতে নিয়ে শুরুর ওভারেই শিকার করেন জেমস ভিন্সের উইকেট। এরপর অবশ্য সাকিবকে আর বল করতে হয়নি।
৮ উইকেট হারিয়ে করাচি কিংসের ইনিংস থামে ১৯০ রানে। লক্ষ্য তাড়া করে জিততে পারলে আগামীকাল শুক্রবার কোয়ালিফায়ার ২'তে খেলার টিকিট পাবে লাহোর কালান্দার্স।
লিগ পর্বের শেষ ম্যাচে সাকিব আল হাসান দুই ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। আজ নিজের প্রথম ওভারেই তুলে নেন জেমস ভিন্সের গুরুত্বপূর্ণ উইকেট। পাওয়ার-প্লে'র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৭০ রান স্কোরবোর্ডে তুলে করাচি কিংস। রানের চাকায় গতি কমাতে সাকিবকে অ্যাকশনে আনতেই সফল লাহোর।
প্রথম ডেলিভারি ডট, পরের চার বলে দৌড়ে ৪ রান নেন জেমস ভিন্স আর ডেভিড ওয়ার্নার। ওভারের শেষ ডেলিভারিতে সাকিবকে লফটেড খেলতে গিয়ে ক্যাচ হন ৪ রানে থাকা ভিন্স। সাকিবকে এদিন অবশ্য বেশি বল করতে হয়নি; পার্ট টাইম স্পিনার মোহাম্মদ নাইম ৩ ওভারে ১৫ রান খরচায় নেন ১ উইকেট। পিএসএলে আজই প্রথম বল করেন নাইম, আর তাতেই বাজিমাত।
করাচি কিংসের ইনিংসে সর্বোচ্চ ৭৫ রান আসে ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে। দুই বার জীবন পেয়ে ইনিংস বড় করতে থাকা ওয়ার্নারকে ফিরিয়েছেন মোহাম্মদ নাইম। এর আগে টিম সেইফার্ট আউট হন ১৬ রান করে। দারুণ ছন্দে থাকা হারিস রউফের ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে মোহাম্মদ নবীর ব্যাট থেকে আসে ১৬ রান। শেষদিকে খুশদিল শাহ ১৪ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলে করাচির সংগ্রহটা বড় করেন।