Image

মুস্তাফিজের সামনে 'অসহায়' হিটম্যান, দিল্লির পেসারদের মধ্যে ফিজই সেরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মুস্তাফিজের সামনে 'অসহায়' হিটম্যান, দিল্লির পেসারদের মধ্যে ফিজই সেরা

মুস্তাফিজের সামনে 'অসহায়' হিটম্যান, দিল্লির পেসারদের মধ্যে ফিজই সেরা

মুস্তাফিজের সামনে 'অসহায়' হিটম্যান, দিল্লির পেসারদের মধ্যে ফিজই সেরা

দিল্লি ক্যাপিটালসের জন্য ডু-অর-ডাই ম্যাচ; জিতলে বেঁচে থাকবে প্লে-অফে খেলার স্বপ্ন। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই ম্যাজিক দেখালেন মুস্তাফিজুর রহমান। বল হাতে অ্যাকশনে এসেই শিকার করেন হিটম্যান রোহিত শর্মার উইকেট। নিজের স্ট্যান্ডে ছক্কা মারা হল না রোহিতের। মুস্তাফিজের দারুণ বোলিংয়ের পরও ৫ উইকেটে ১৮০ রান করলো মুম্বাই ইন্ডিয়ান্স। 

রোহিতকে রীতিমতো হতাশ করে দেন মুস্তাফিজ, তার সামনে 'অসহায়' হিটম্য়ান। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর নামে স্ট্যান্ড উদ্বোধনের পর প্রথমবার খেলতে নেমেছিলেন রোহিত শর্মা। কিন্তু রান পেলেন না তিনি। আরও এক বার ব্যর্থ হলেন রোহিত, কাটারের ফাঁদে ফেললেন দ্য ফিজ। আরও একবার মুস্তাফিজের সামনে নিজের উইকেটটা ছুঁড়ে দিয়ে এলেন, এ নিয়ে মোট ৭ বার।

গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস ২০২৫ আইপিএলের প্লে-অফে উঠে গেল। বাকি একটি জায়গার জন্য লড়াই মুম্বাই ও দিল্লির। ফলে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। অসুস্থতার কারণে দিল্লির নিয়মিত অধিনায়ক আক্সার প্যাটেল আজ দলে নেই। তার পরিবর্তে অধিনায়কত্ব সামলান ফাফ ডু প্লেসিস। 

তৃতীয় ওভারে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে বলে আনেন দিল্লির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। মুস্তাফিজ রোহিতের অফ স্টাম্পের একটু বাইরে বল করেন। বল পিচে পড়ে আরও বাইরের দিকে যায়। রোহিতের পা নড়েনি। এক জায়গায় দাঁড়িয়ে শট মারতে যান তিনি। বল ব্যাটের কানায় লেগে পিছনে যায়। ডান দিকে ঝাঁপিয়ে ভাল ক্যাচ ধরেন উইকেটরক্ষক অভিষেক পোড়েল।

৫ রান করে আউট হলেন রোহিত। নিজের নামে স্ট্যান্ডে এদিন ছক্কা মারা হল না হিটম্যানের। মুস্তাফিজ অবশ্য এরপর আর উইকেটের দেখা পাননি, তবে ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ফিজ রান দিয়েছেন মোট ৩০। শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস থামে ৫ উইকেটে ১৮০ রানে। 

মুস্তাফিজের সাথে কুলদ্বীপ যাদব, দুশমান্থ চামিরাও পেয়েছেন একটি করে উইকেট। মুকেশ কুমার শিকার করেন জোড়া উইকেট। দিল্লির পেসারদের মধ্যে সবচেয়ে কম রান খরচ করেন মুস্তাফিজই। মুস্তাফিজ যেখানে ৪ ওভারে রান দেন ৩০; বাকি দুই পেসার চামিরা খরচ করেন সর্বোচ্চ ৫৪ আর মুকেশ কুমার ৪৮ রান। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three