Image

আইপিএল ২০২৫ ফ্যান পার্ক: শেষ দুই সপ্তাহের জন্য নতুন ভেন্যু ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএল ২০২৫ ফ্যান পার্ক: শেষ দুই সপ্তাহের জন্য নতুন ভেন্যু ঘোষণা

আইপিএল ২০২৫ ফ্যান পার্ক: শেষ দুই সপ্তাহের জন্য নতুন ভেন্যু ঘোষণা

আইপিএল ২০২৫ ফ্যান পার্ক: শেষ দুই সপ্তাহের জন্য নতুন ভেন্যু ঘোষণা

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ঘোষণা করেছে আইপিএল ফ্যান পার্কের শেষ দুই সপ্তাহের সূচি। ২৪ ও ২৫ মে এবং ১ ও ৩ জুন অনুষ্ঠিতব্য এই ফ্যান পার্কগুলোর মাধ্যমে শেষ হতে চলেছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই ক্রিকেট উৎসবের পথচলা।

চলতি বছরের অন্যতম চমক হিসেবে প্রথমবারের মতো চেন্নাই ও হায়দ্রাবাদ শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল ফ্যান পার্ক, যা হবে ২৪ ও ২৫ মে।

নবম সপ্তাহ (২৪ ও ২৫ মে):
আগ্রা, উত্তরপ্রদেশ – গভঃ ইন্টার কলেজ গ্রাউন্ড, পঞ্চকুঁইয়া
ভিলাই, ছত্তিশগড় – দিৱ্যাং ক্রিকেট গ্রাউন্ড, সিভিক সেন্টার এলাকা
কৃষ্ণনগর, পশ্চিমবঙ্গ – কৃষ্ণনগর স্টেডিয়াম, নদিয়া জেলা
চেন্নাই, তামিলনাড়ু – কেসিজি কলেজ অব টেকনোলজি, করাপাক্কাম
হায়দরাবাদ, তেলেঙ্গানা – ভবনস ক্রিকেট গ্রাউন্ড, সৈনিকপুরি

দশম সপ্তাহ (১ ও ৩ জুন):
গাজিপুর, উত্তরপ্রদেশ – স্বামী সাহাজানন্দ পিজি কলেজ, পীর নগর
রাউরকেলা, ওডিশা – সেক্টর ১৭ গ্রাউন্ড
জামশেদপুর, ঝাড়খণ্ড – আগ্রিকো গ্রাউন্ড, আগ্রিকো কলোনি
গোয়া – জিএসইউডিএ কমপ্লেক্সের বিপরীত খোলা মাঠ, চারচোরেম
কাকিনাড়া, অন্ধ্রপ্রদেশ – জেলা ক্রীড়া কর্তৃপক্ষের মাঠ, রামানায়পেটা

প্রতিটি ফ্যান পার্কে থাকবে লাইভ ম্যাচ স্ক্রিনিং, সঙ্গীতানুষ্ঠান, বিচিত্র ফুড কোর্ট, শিশুদের খেলার জায়গা এবং ইন্টার‍্যাকটিভ এক্টিভিটিস যেমন ভার্চুয়াল ব্যাটিং জোন, ফেস পেইন্টিং, বোলিং নেট, চিয়ার-ও-মিটার ও ৩৬০° ফটো বুথ।

২০১৫ সালে যাত্রা শুরু করা এই উদ্যোগ ইতোমধ্যেই দেশের ৫০টির বেশি শহরে আইপিএলের উন্মাদনা পৌঁছে দিয়েছে ভক্তদের দুয়ারে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three