Image

আইপিএলে খেলানোর লোভ দেখিয়ে ৩৪ লাখ টাকা নিয়ে গেল প্রতারক চক্র

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএলে খেলানোর লোভ দেখিয়ে ৩৪ লাখ টাকা নিয়ে গেল প্রতারক চক্র

আইপিএলে খেলানোর লোভ দেখিয়ে ৩৪ লাখ টাকা নিয়ে গেল প্রতারক চক্র

আইপিএলে খেলানোর লোভ দেখিয়ে ৩৪ লাখ টাকা নিয়ে গেল প্রতারক চক্র

রাজস্থান রয়্যালসের মতো আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে খেলার সুযোগ—এমন স্বপ্ন দেখিয়ে ১৯ বছর বয়সী এক ক্রিকেটারের কাছ থেকে প্রায় ২৪ লাখ রুপি (বাংলাদেশি টাকায় ৩৪ লাখের বেশি) হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। কর্ণাটকের বেলাগাভি জেলার চিনচানি গ্রামের এই তরুণ ক্রিকেটার রাকেশ ইয়াদুরে, যিনি রাজ্য পর্যায়ে খেলে থাকেন। তিনি নিজেই এই প্রতারণার শিকার হয়েছেন।

পুলিশ সূত্র জানায়, রাকেশ ইয়াদুরে গত বছর মে মাসে হায়দরাবাদে একটি টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করে নির্বাচকদের নজরে আসেন। এরপর ইনস্টাগ্রামের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করে একটি প্রতারক চক্র। যারা নিজেদের রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে পরিচয় দেয়। তারা জানায়, রাকেশকে দলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং তাকে নিবন্ধনের জন্য ২,০০০ রুপি দিতে হবে।

রাকেশ প্রথমে সন্দেহ না করেই টাকা পাঠিয়ে দেন। এরপর ধাপে ধাপে আরও অর্থ চাওয়া হয়—ম্যাচ ফি, জার্সি, অফিশিয়াল কিট ও বিমান টিকিটের অজুহাতে। একপর্যায়ে, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সময়ে রাকেশ ২৩ লাখ ৫৩ হাজার রুপি পাঠিয়ে দেন প্রতারকদের দেওয়া বিভিন্ন অ্যাকাউন্টে।

তবে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় এবং সর্বশেষ আরও তিন লাখ রুপি দাবি করায় রাকেশের সন্দেহ হয়। এরপর যোগাযোগের সব মাধ্যম থেকে প্রতারকরা তাঁকে ব্লক করে দেয়। এ ঘটনায় হতাশ রাকেশ বেলাগাভি কেন্দ্রীয় থানায় অভিযোগ করেন।

বেলাগাভির পুলিশ সুপার ভীমাশঙ্কর গুলেদ জানান, রাকেশের পরিবার খুব সাধারণ, তাঁর বাবা সড়ক পরিবহন করপোরেশনের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। পরিবারটি অনেক কষ্ট করে ছেলেকে এই টাকা জুগিয়েছিল।

পুলিশ বলছে, প্রতারকদের অবস্থান রাজস্থানে বলে ধারণা করা হচ্ছে এবং সেখানে সাইবার টিম পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three