Image

করাচি কিংসকে বিদায় করে কোয়ালিফায়ারে লাহোর কালান্দার্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
করাচি কিংসকে বিদায় করে কোয়ালিফায়ারে লাহোর কালান্দার্স

করাচি কিংসকে বিদায় করে কোয়ালিফায়ারে লাহোর কালান্দার্স

করাচি কিংসকে বিদায় করে কোয়ালিফায়ারে লাহোর কালান্দার্স

ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে এলিমিনেটর ম্যাচটি জিততেই হতো সাকিবদের। মহাগুরুত্বপূর্ণ এই খেলায় বেশ দাপট দেখিয়েই করাচি কিংসের বিরুদ্ধে ৬ উইকেটের জয় তুলে নিল লাহোর কালান্দার্স। সাকিবদের বোলিং ক্যারিশমার পর ব্যাট হাতে ঝড় তুলে দলকে সহজ জয় এনে দেন ফখর জামান, আবদুল্লাহ শফিকরা। 

বল হাতে কেবল ১ ওভার করা সাকিব পেয়েছেন এক উইকেট, বিপরীতে রান খরচ করেছেন ৪। এরপর লক্ষ্য তাড়ায় সাকিবের ব্যাটিংয়ে নামার আগেই ৬ উইকেটের বড় জয় নিশ্চিত হয়। এলিমিনেটর জয়ের ফলে আগামীকাল শুক্রবার কোয়ালিফায়ার ২-তে খেলতে নামবে লাহোর কালান্দার্স। সেই ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে হারালে ২৫ তারিখ ফাইনাল কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসের বিরুদ্ধে। 

১৯১ রানের লক্ষ্য তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতেই লাহোরের স্কোরবোর্ডে ৪২। মোহাম্মদ নাইম ১৪ রান করে হাসান আলির শিকার হলে ভাঙে জুটি। তবে আরেক ওপেনার ফখর জামান আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন। ইনিংসের ৯ম ওভারে গিয়ে ফখর উইকেট হারান ব্যক্তিগত ৪৭ রানে। মাত্র ২৮ বল খেলে ৫ চার ও ৩ ছক্কায় এই ইনিংস সাজান। 

তিনে নামা আবদুল্লাহ শফিক এরপর আরও ভয়ংকর রূপ নেন। করাচির বোলারদের ধ্বংসস্তূপ বানিয়ে ৩৫ বলে খেলেন ৬৫ রানের ক্যামিও, ৫টি ছক্কার বিপরীতে ৪ মারেন ৩টি। মাঝে কুশল পেরেরার ব্যাট থেকে আসে ৩০ রান। আরেক লঙ্কান ভানুকা রাজাপাকসে ১২ বলে ২৩ করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

৮ বল বাকি থাকতে ৬ উইকেটে এলিমিনেটর জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট কাটলো লাহোর কালান্দার্স। আর তাতেই টুর্নামেন্ট থেকে বিদায় ডেভিড ওয়ার্নারের করাচি কিংসের। 

Details Bottom