Image

আল-আমিনের ফাই-ফারের পর জোড়া সেঞ্চুরিতে জিতল ব্রাদার্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আল-আমিনের ফাই-ফারের পর জোড়া সেঞ্চুরিতে জিতল ব্রাদার্স

আল-আমিনের ফাই-ফারের পর জোড়া সেঞ্চুরিতে জিতল ব্রাদার্স

আল-আমিনের ফাই-ফারের পর জোড়া সেঞ্চুরিতে জিতল ব্রাদার্স

বিকেএসপির আরেক মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন পেসার আল আমিন হোসেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে সপ্তমবারের মতো পাঁচ উইকেট নিয়েছেন তিনি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে শাইনপুকুরের ইনিংস থামে ২৮৮ রানে। লক্ষ্য তাড়ায় নেমে মাহফিজুল ইসলাম রবিন ও মিজানুর রহমানের জোড়া সেঞ্চুরিতে চড়ে ৭ উইকেটের সহজ জয় পায় ব্রাদার্স ইউনিয়ন। 

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৯ উইকেটে রান করতে পারে ২৮৮। দলটির হয়ে রাহিম আহমেদ ৯৬ বলে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেন। অধিনায়ক রায়ান রাফসান ৪৭ ও অনিক সরকার ৪০ রান করেন। তবে আল আমিনের বিধ্বংসী বোলিংয়ে স্কোরটা আশানুরূপ হয়নি শাইনপুকুরের।

পেসার আল আমিন হোসেন এদিন ১০ ওভারে মাত্র ৫০ রান খরচায় শিকার করেন পাঁচ উইকেট। এছাড়া আরেক অভিজ্ঞ অলক কাপালি দখলে নেন দুই উইকেট। 

২৮৯ রানের টার্গেট টপকাতে নেমে শুরুতেই ওপেনার ইমতিয়াজ হোসেনকে হারায় ব্রাদার্স ইউনিয়ন। ৩ বল খেলা ইমতিয়াজ ডাক হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। তিনে নামা মিজানুর রহমান এরপর ব্রাদার্সের ইনিংস এগিয়ে নিয়ে যান আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিনকে নিয়ে। 

এই দুই ব্যাটার মিলে গড়েন ২৫০ রানের পার্টনারশিপ। শুরুতে ২ রানে প্রথম উইকেট হারানোর পর ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড তাদের ২য় উইকেট হারায় দলীয় ২৫২ রানের মাথায়। আর তাতেই সহজ জয়ের পথে এগিয়ে যায় দলটি। মাহফিজুল-মিজানুর দু'জনেই পেয়ে যান সেঞ্চুরির দেখা। ৭ বল আগে তাদের দল ম্যাচ জিতে ৭ উইকেটে। 

মাঠে থেকে অবশ্য দলের জয় নিশ্চিত করতে পারেননি দু'জনের কেউ। ১৩৬ রান করে রিটায়ার্ড হার্ট হন মিজানুর রহমান। ওপেনার মাহফিজুল রবিন উইকেট হারান ব্যক্তিগত ১১৪ রানে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three