Image

১৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে ইয়াসির রাব্বি ধানমন্ডির জয়ের নায়ক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
১৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে ইয়াসির রাব্বি ধানমন্ডির জয়ের নায়ক

১৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে ইয়াসির রাব্বি ধানমন্ডির জয়ের নায়ক

১৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে ইয়াসির রাব্বি ধানমন্ডির জয়ের নায়ক

ঢাকা প্রিমিয়ার লিগে আজ ইয়াসির আলি চৌধুরী রাব্বির ক্যারিয়ার সেরা সেঞ্চুরিতে ধানমন্ডি স্পোর্টস ক্লাব গড়ে রানের পাহাড়। বিপরীতে, সেঞ্চুরির খুব কাছে গিয়েও আক্ষেপে পুড়েন সাইফ হাসান ও আফিফ হোসেন। ওপেনার সাইফ হাসানও উইকেট হারান শতক থেকে ৫ রানের দূরত্বে, ২ রানের জন্য সেঞ্চুরি পাননি আফিফ। শেষ পর্যন্ত ধানমন্ডির কাছে ২৪ রান হারতে হয় লিজেন্ডস অব রূপগঞ্জকে। 

১২১ বলে ৭ ছক্কা ও ৭ চারে ১৪৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ইয়াসির আলি চৌধুরী। ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্যাটিংয়ে ধানমন্ডি স্পোর্টস ক্লাব শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ২৫ ওভারে ১০৭ রান তুলতেই ধানমন্ডি হারায় ৪ উইকেট।

ধানমন্ডির ব্যাটিং বিপর্যয়ে চারে নামা ইয়াসির আলি চৌধুরী রাব্বি ৫৪ বলে ৩০ রানে ব্যাটিং করছিলেন। এমন অবস্থায় ১৪৩ রানের ইনিংস খেলেন তিনি। যা তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা ইনিংস। ইয়াসিরের দুর্দান্ত ইনিংসের সুবাদে ধানমন্ডি করেছে ৭ উইকেটে ৩৩২ রান। রাব্বির পর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেন মঈন। ৬৩ বলের ইনিংসে ৫ চার ও ২ ছক্কা মারেন। শেষদিকে জিয়াউর রহমান ১৮ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন। 

জবাবে ব্যাট করতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। ওপেনার সৌম্য সরকার (০), মাহমুদুল হাসান জয় (২) ও তানজিদ হাসান তামিম (১৭ বলে ৯) দ্রুত ড্রেসিংরুমে ফিরেছেন। তবে আফিফ হোসেন ধ্রুব ও সাইফ হাসান ইনিংস মেরামতের চেষ্টা চালিয়ে যান। ফিফটি হাঁকিয়ে দুজনই ছিলেন সেঞ্চুরির পথে। এই দুইয়ের ব্যাট থেকে আসে ১৭২ রানের পার্টনারশিপ। 

সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিলেন সাইফ হাসান। ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। এরপর জাকের আলি অনিক নেমে ৩ রান করতেই হারান উইকেট। আফিফ হোসেন ধ্রুব এদিন শুরু থেকেই ছিলেন দুর্দান্ত। ১০ চার ও ১ ছক্কায় ৯৬ বলে ৯৮ রান করে তিনি হন বোল্ড। অমন দারুণ ব্যাটিংয়ের পর একটা সেঞ্চুরির আক্ষেপ হওয়াটাই স্বাভাবিক।

শেখ মেহেদী হাসান হয়েছেন গোল্ডেন ডাকের শিকার। অধিনায়ক আকবর আলি ১৪ বল খেলে করতে পারেন সমান ১৪ রান। রেজাউর রহমান রাজা ৩৯ বলে ৪৯*, তানভীর ইসলাম ১১ বলে ২২ রান করে কমিয়েছেন দলের হারের ব্যবধান। ধানমন্ডির ৩৩২ রানের জবাবে লিজেন্ডস অব রূপগঞ্জ থামে ৩০৮ রানে। ফলে ২৪ রানের রোমাঞ্চকর জয় তুলে নিল নুরুল হাসান সোহানের দল। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three