Image

এশিয়া কাপের প্রোমো ভিডিওতে সাকিব আল হাসান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 মিনিট আগে
এশিয়া কাপের প্রোমো ভিডিওতে সাকিব আল হাসান

এশিয়া কাপের প্রোমো ভিডিওতে সাকিব আল হাসান

এশিয়া কাপের প্রোমো ভিডিওতে সাকিব আল হাসান

আসন্ন এশিয়া কাপ সরাসরি দেখাবে সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ নিয়ে টিভি চ্যানেল সনি লিভ এর বিজ্ঞাপনে সাকিব আল হাসানের ভিডিও ক্লিপ দেখিয়ে বলা হয়, সবচেয়ে বড় স্টার। এবারের আসর হবে টি-টোয়েন্টি সংস্করণে। তবে সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে গেছেন গেল বছর।

বাংলাদেশ দলের সাথে সাকিব না থাকলেও সাকিব আছেন ২০২৫ সালের এশিয়া কাপে। এশিয়া কাপের স্বত্ব কেনা সনি নেটওয়ার্ক সম্প্রতি একটি প্রোমো ভিডিও প্রকাশ করেছে। বিজ্ঞাপনে দেখানো হয় সাকিব আল হাসানের ব্যাট হাতে প্রস্তুত হওয়ার ক্লিপ। আর তাতে বলা হয়, সবচেয়ে বড় স্টার। সাকিবের সাথে দেখানো হয় ভারতের শুবমান গিল, আফগান অলরাউন্ডার রাশিদ খান, পেসার জাসপ্রীত বুমরাহকে। তবে বিজ্ঞাপনের কভারে ছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।

 

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন সাকিব আল হাসান। ১২৯ টি-টোয়েন্টিতে ১২৭ ইনিংসে ২৫৫১ রান, গড় ২৩.১৯ এবং স্ট্রাইকরেট ১২১.১৮। বোলিংয়ে ১২৬ ইনিংসে পেয়েছেন ১৪৯ উইকেট। ৬.৮১ ইকোনমি রেটে বোলিং গড় ২০.৯১ ও স্ট্রাইক রেট ১৮.৪। ২০ রানে ৫ উইকেট ইনিংসে সেরা বোলিং।

৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ মাঠে গড়াবে এশিয়া কাপ ২০২৫। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। লিটন দাসের দল পরের ম্যাচটি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, ১৩ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৬ তারিখ, আফগানিস্তানের বিরুদ্ধে। 

এবারের এশিয়া কাপ টুর্নামেন্টে ৮ দল অংশ নিচ্ছে। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ 'বি'তে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকংয়ের বিপক্ষে। ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমানকে নিয়ে তৈরি করা হয়েছে গ্রুপ 'এ'। 

দুই গ্রুপের থেকে সেরা দুই দল করে যাবে সুপার ফোর পর্বে। গ্রুপ 'বি' এর চ্যাম্পিয়ন বা রানারআপ হতে পারলে বাংলাদেশ খেলবে আরও ৩টি ম্যাচ। এরপর সুপার ফোরের সেরা দুই দল খেলবে ২৮ সেপ্টেম্বরের ফাইনাল।  

২০২৫ এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ-

১১ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম হংকং
১৩ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৬ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম আফগানিস্তান

Details Bottom
Details ad One
Details Two
Details Three