Image

শ্রীলঙ্কায় ইতিহাস গড়তে ২৮৬ রানের টার্গেট পেল বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শ্রীলঙ্কায় ইতিহাস গড়তে ২৮৬ রানের টার্গেট পেল বাংলাদেশ

শ্রীলঙ্কায় ইতিহাস গড়তে ২৮৬ রানের টার্গেট পেল বাংলাদেশ

শ্রীলঙ্কায় ইতিহাস গড়তে ২৮৬ রানের টার্গেট পেল বাংলাদেশ

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতার আশায় বাংলাদেশ দল। পাহাড়ঘেরা ক্যান্ডির পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করে স্বাগতিক দলের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৮৫। সেঞ্চুরি হাঁকিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ এগিয়ে নিয়ে গেছেন কুশল মেন্ডিস। কুশলের ১২৪ রানের বাইরে ফিফটি হাঁকিয়েছেন কেবল চারিথ আসালাঙ্কা। 

৪০ ওভারে ৩ উইকেটে ২২২ রানে থাকা শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে করতে পারে ২৮৫। ডেথ ওভারে বাংলাদেশের দারুণ কামব্যাক তাসকিন-মুস্তাফিজের কল্যাণে। শেষ ৬০ বলে শ্রীলঙ্কা করতে পারে কেবল ৬৩ রান, বিপরীতে উইকেট হারায় ৪টি।

শেষদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুশমান্থ চামিরার ব্যাটে তারা যদিও ২৮৫ রান করতে পেরেছে। তবে এই ম্যাচ জিততে হলে বাংলাদেশকে রেকর্ড গড়তে হবে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

টসভাগ্য মেহেদী হাসান মিরাজের পক্ষে কথা বলেনি গুরুত্বপূর্ণ ম্যাচে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক। পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৮৫ রানে থেমেছে শ্রীলঙ্কা। 

২৮৬ রানের লক্ষ্য পেল বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলের এই মাঠে বাংলাদেশের সুখস্মৃতিও আছে। ২০১৩ সালে এখানে ওয়ানডে জিতেছে বাংলাদেশ, এরপর ২০২৩ সালের এশিয়া কাপএ জয় পায় শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারর্ণী এই ম্যাচে যারা জিতবে, সিরিজ জয়ের সঙ্গে পাল্লেকেলেতে নিজেদের ইতিহাসেও এগিয়ে যাবে।

হাসান মাহমুদের পরিবর্তে দলে আসা তাসকিন আহমেদ ৫১ রান খরচায় শিকার করেন জোড়া উইকেট। এছাড়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১০ ওভারে ৪৮ রান দিয়ে তাসকিনের সমান দুই উইকেট নেন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three