শেষ ম্যাচে খেলবেন শান্ত, নিজেই বললেন ‘ওকে আছি’

শেষ ম্যাচে খেলবেন শান্ত, নিজেই বললেন ‘ওকে আছি’
শেষ ম্যাচে খেলবেন শান্ত, নিজেই বললেন ‘ওকে আছি’
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় চোটে পড়েছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ চলাকালে বাউন্ডারি লাইনে একটি বল থামাতে গিয়ে ডাইভ দেওয়ার সময় কুইড্রিসেপস ইনজুরিতে পড়েন তিনি। তবে শেষ ওয়ানডেতেও মাঠে দেখা যেতে পারে শান্তকে, ক্যান্ডিতে পৌঁছে বললেন 'আমি ঠিক আছি'।
চোট পাওয়ার পরই শান্তকে অস্বস্তিতে দেখা যায় এবং এরপর আর মাঠে ফেরেননি। জানা গেছে, এটি পুরোনো চোটের পুনরাবৃত্তি। চলতি বছরের শুরুতেও একই ধরনের ইনজুরিতে ভুগেছিলেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা ডেইলি সান কে জানিয়েছেন, "শান্তকে এখন বিশ্রামে রাখা হয়েছে এবং বরফ থেরাপি দেওয়া হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।"
চিকিৎসক দল রোববার শান্তর শারীরিক অবস্থা পুনরায় মূল্যায়ন করবে। এরপরই ক্যান্ডিতে অনুষ্ঠিতব্য তৃতীয় ওয়ানডেতে তার অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে সিরিজ ১-১ সমতায় থাকায় শেষ ম্যাচটি দুই দলের জন্যই সিরিজ নির্ধারণী। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে শান্তকে না পাওয়া বাংলাদেশের ব্যাটিং লাইনে বড় ধাক্কা হতে পারে।