Image

বিপিএলের টিকেট বিক্রির আয় থেকে টাকা পাচ্ছে দলগুলো

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 47 মিনিট আগে
বিপিএলের টিকেট বিক্রির আয় থেকে টাকা পাচ্ছে দলগুলো

বিপিএলের টিকেট বিক্রির আয় থেকে টাকা পাচ্ছে দলগুলো

বিপিএলের টিকেট বিক্রির আয় থেকে টাকা পাচ্ছে দলগুলো

খেলোয়াড়দের পাওনা পরিশোধে উদ্যোগী হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গভর্নিং কাউন্সিল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ১১তম বিপিএল টি-টোয়েন্টি আসর থেকে টিকিট বিক্রির আয়ের একটি অংশ অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিদের দেওয়া হবে—যা প্রথমবারের মতো হতে যাচ্ছে।

সোমবার (২৬ মে) অনুষ্ঠিত সভায় গভর্নিং কাউন্সিল অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিদের জমা দেওয়া আর্থিক বিবরণী ও পেমেন্ট সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে। সভায় জানানো হয়, যেসব দল স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের প্রাপ্য অর্থ পরিশোধে আন্তরিকতা দেখিয়েছে, তারা টিকিট বিক্রির আয় থেকে নির্ধারিত অংশ পাবে।

প্রাথমিকভাবে নির্ধারিত বরাদ্দ, প্লে-অফে খেলা চারটি দল পাবে ৫৫ লাখ টাকা করে। বাকি তিনটি দল পাবে ৪৫ লাখ টাকা করে। তবে, এই অর্থ চূড়ান্তভাবে দেওয়া হবে খেলোয়াড়দের কাছ থেকে প্রাপ্ত পেমেন্ট গ্রহণের প্রমাণ যাচাই করে। অর্থাৎ, যে দল যতটুকু পরিশোধ করেছে, তারা অনুপাতে অর্থ পাবে।

একইসঙ্গে, যেসব দল বারবার নোটিশ দেওয়ার পরও খেলোয়াড়দের প্রাপ্য অর্থ পরিশোধে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল। এতে বিপিএলের পেশাদারিত্ব ও চুক্তিভিত্তিক দায়বদ্ধতা বজায় রাখার বিষয়ে বিসিবির অঙ্গীকার স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এই অর্থ বিতরণ ঈদুল আজহার আগেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three