Image

বন্ধ ধরমশালার ফ্লাডলাইট, ম্যাচ পরিত্যক্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বন্ধ ধরমশালার ফ্লাডলাইট, ম্যাচ পরিত্যক্ত

বন্ধ ধরমশালার ফ্লাডলাইট, ম্যাচ পরিত্যক্ত

বন্ধ ধরমশালার ফ্লাডলাইট, ম্যাচ পরিত্যক্ত

আইপিএল ম্যানেজমেন্ট বলছে, পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি ধরমশালার এইচপিসিএ স্টেডিয়ামে কারিগরি ত্রুটির কারণে বাতিল করতে বাধ্য হয়েছে তারা। স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের অসুবিধার জন্য বিসিসিআই দুঃখ প্রকাশ করছে। উপস্থিত দর্শকদের কেউ কেউ এক্সে লিখছেন, নিরাপত্তাজনিত কারণে আইপিএলের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে, ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের একটি লাইট টাওয়ার ত্রুটিপূর্ণ ছিল। ভাবা হচ্ছে, ব্ল্যাকআউটের ফলেই নিভে গিয়েছে স্টেডিয়ামে আলো। আইপিএল কর্তৃপক্ষ দুই দলকে স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

যথারীতি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ধরমশালাতে আজ লড়াইয়ে নামে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। শুধু তাই নয়, ম্যাচের আগে ভারতীয় সেনার বীরত্বকে সম্মান জানাতে বিশেষ আয়োজন করে বিসিসিআই। সন্ধ্যা ৭টা থেকে ধরমশালার এইচপিএ স্টেডিয়ামে সেনাকে সম্মান জানিয়ে পারফর্ম করেন বি প্রাক। 

ধরমশালাতে আজ পাঞ্জাব-দিল্লি ম্যাচ আয়োজনের জন্য সরকারি অনুমোদনও পায় বিসিসিআই। ভারতীয় সেনাদের উপর আস্থা রেখে বোর্ড সূচি মতোই ম্যাচ মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেয়। তবে পাঞ্জাবের ব্যাটিং ইনিংসে যখন ১০.১ ওভার, ধরমশালাতেও ব্ল্যাকআউট। 

ম্যাচ চলাকালীন মাঠের আলো নিভে যায়। যার ফলে বন্ধ হয়ে যায় খেলা। সম্প্রচারকারী চ্যানেলে জানানো হয়, ফ্লাডলাইটের গোলযোগের জন্য খেলা সাময়িকভাবে বন্ধ রাখা হয়, পরবর্তীতে পরিত্যক্ত ঘোষণা কর হয় ম্যাচ। কিন্তু আসল কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three