Image

হার্দিক পান্ডিয়া, আশিষ নেহরার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আইপিএল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 16 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হার্দিক পান্ডিয়া, আশিষ নেহরার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আইপিএল

হার্দিক পান্ডিয়া, আশিষ নেহরার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আইপিএল

হার্দিক পান্ডিয়া, আশিষ নেহরার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আইপিএল

মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্সের মধ্যকার ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই দলের গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক পান্ডিয়া ও আশিষ নেহরার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে আইপিএল কতৃপক্ষ। 

মুাম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে এটি চলতি মৌসুমে দ্বিতীয় স্লো ওভার রেটের অভিযোগ। ফলে তাঁকে ২৪ লাখ রূপি জরিমানা করা হয়েছে। শুধু তাই নয়, মুম্বাই একাদশের প্রত্যেক খেলোয়াড় এবং ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-সহ ম্যাচে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে যাঁরা একাদশে ছিলেন, তাঁদের প্রত্যেককে ৬ লাখ রূপি বা ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা দিতে হয়েছে।

এর আগে এপ্রিল মাসে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচেও একই অপরাধে পান্ডিয়াকে একই পরিমাণ জরিমানা গুণতে হয়েছিল।

অন্যদিকে, গুজরাট টাইটান্সের প্রধান কোচ আশিষ নেহরাকে আইপিএলের কোড অব কনডাক্টের ধারা ২.২০ লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। মাঠে আম্পায়ারদের সঙ্গে উত্তেজিত এবং দীর্ঘ আলোচনার কারণে তাঁকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। যদিও নেহরা নিজের দোষ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গৃহীত হয়েছে।

বৃষ্টিবিঘ্নিত এই রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে জয় ছিনিয়ে নেয় গুজরাট টাইটান্স। মুাম্বই ইন্ডিয়ান্সের ছয় ম্যাচের জয়রথ থামিয়ে দেয় তারা। তবে শেষ দিকে মুম্বাইয়ের একাধিক ‘নো বল’ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। যা নিয়ে হার্দিক পান্ডিয়া ম্যাচ শেষে বলেন, "এটা আমাদের পক্ষ থেকে একপ্রকার অপরাধ"।

Details Bottom
Details ad One
Details Two
Details Three