Image

ব্রেভিসকে আউট করে আক্রমণাত্মক অঙ্গভঙ্গি দেখিয়ে জরিমানা গুনলেন বরুণ চক্রবর্তী

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ব্রেভিসকে আউট করে আক্রমণাত্মক অঙ্গভঙ্গি দেখিয়ে জরিমানা গুনলেন বরুণ চক্রবর্তী

ব্রেভিসকে আউট করে আক্রমণাত্মক অঙ্গভঙ্গি দেখিয়ে জরিমানা গুনলেন বরুণ চক্রবর্তী

ব্রেভিসকে আউট করে আক্রমণাত্মক অঙ্গভঙ্গি দেখিয়ে জরিমানা গুনলেন বরুণ চক্রবর্তী

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কোলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তীকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

বরুণের অপরাধটি আইনের ২.৫ ধারা অনুযায়ী লেভেল ১ ধরণের অপরাধ। এই ধারা অনুযায়ী, কোনো ব্যাটারের আউট হওয়ার পর তার উদ্দেশ্যে উত্তেজক ভাষা, অঙ্গভঙ্গি বা ইঙ্গিত ব্যবহার করলে তা অপরাধ হিসেবে গণ্য হয়। বুধবার ইডেন গার্ডেনে ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করার পর তাকে ‘সেন্ড-অফ’ ইঙ্গিত করেন ভারুন যা আচরণবিধির আওতায় পড়ে।

লেভেল ১ অপরাধে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়।ম্যাচে ২৫ বলে ৫২ রান করেন ব্রেভিস। তাকে আউট করেই ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। বরুণ ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নেন। তবুও ১৭৯ রান ডিফেন্ড করতে ব্যর্থ হয় কলকাতা। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান করছে কেকেআর। প্লে-অফে ওঠার আশা কম।

কেকেআরের বাকি দুটি ম্যাচ ১০ মে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এবং ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three