Image

রানার বদলি হিসেবে রাজস্থান রয়্যালসে লুয়ান-ড্রে প্রিটোরিয়াস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রানার বদলি হিসেবে রাজস্থান রয়্যালসে লুয়ান-ড্রে প্রিটোরিয়াস

রানার বদলি হিসেবে রাজস্থান রয়্যালসে লুয়ান-ড্রে প্রিটোরিয়াস

রানার বদলি হিসেবে রাজস্থান রয়্যালসে লুয়ান-ড্রে প্রিটোরিয়াস

আইপিএলের চলতি আসরের বাকি অংশে আর দেখা যাবে না নীতিশ রানাকে। চোটের কারণে এবারের আসর থেকে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে রাজস্থান রয়্যালস দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকার লুয়ান-ড্রে প্রিটোরিয়াসকে।

গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রানা খেলতে পারেননি নীতিশ রানা। এবারের আসরে ১১ ম্যাচে ১৬১.৯৪ স্ট্রাইক রেটে ২১৭ রান করে শেষ করেন তিনি। দুটি হাফসেঞ্চুরির পাশাপাশি সর্বোচ্চ স্কোর ছিল ৮১।

তার পরিবর্তে আসছেন বাঁহাতি উইকেটকিপার ব্যাটার  প্রিটোরিয়াস। তিনি দক্ষিণ আফ্রিকার টাইটানসের হয়ে খেলেন এবং পার্ল রয়্যালসের হয়ে এসএটি-টোয়েন্টিতে খেলেছেন। সাম্প্রতিক আসরে ১২ ম্যাচে ১৬৬.৮১ স্ট্রাইক রেটে ৩৯৭ রান করে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩৩টি টি-টোয়েন্টিতে তার রান ৯১১, স্ট্রাইক রেট ১৪৭.১৭ এবং গড় ২৭.৬০। তার রয়েছে ৬টি অর্ধশতক। তিনি রাজস্থানে যোগ দিচ্ছেন ৩০ লাখ রুপির বেস প্রাইসে।

প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেলেও রাজস্থানের এখনও দুটি ম্যাচ বাকি চেন্নাইয়ে সিএসকের বিপক্ষে এবং ঘরের মাঠ জয়পুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three