Image

ম্যাচ হারের পর জরিমানাও গুনতে হচ্ছে পাকিস্তানকে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ম্যাচ হারের পর জরিমানাও গুনতে হচ্ছে পাকিস্তানকে

ম্যাচ হারের পর জরিমানাও গুনতে হচ্ছে পাকিস্তানকে

ম্যাচ হারের পর জরিমানাও গুনতে হচ্ছে পাকিস্তানকে

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ধীর ওভার-রেট বজায় রাখার কারণে পাকিস্তান দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তি দেন, কারণ মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান দল নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছে, যদিও সময় সংক্রান্ত ছাড় বিবেচনায় নেওয়া হয়েছিল।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বল করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।

মোহাম্মদ রিজওয়ান অভিযোগ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবোরো ও শারফুদ্দৌলা, তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন এবং চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ অভিযোগ এই বিষয়ে অভিযোগ করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাকিস্তান দল একাধিকবার ধীর ওভার-রেটের কারণে শাস্তির সম্মুখীন হয়েছে। জানুয়ারি ২০২৫-এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে টেস্ট ম্যাচে পাঁচ ওভার কম করায় দলটি ২৫ শতাংশ ম্যাচ ফির জরিমানা এবং পাঁচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট হারিয়েছিল। এছাড়াও, ২০২৩ সালের নভেম্বর মাসে ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওভার কম করায় পাকিস্তানকে ১০ শতাংশ ম্যাচ ফির জরিমানা করা হয়েছিল।

আইসিসি নিয়ম অনুযায়ী, একাধিকবার ধীর ওভার-রেটের অপরাধ করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়, যার মধ্যে পয়েন্ট কাটা এবং দলীয় সদস্যদের সাসপেনশনও অন্তর্ভুক্ত থাকতে পারে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three