Image

বাংলাদেশের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা দেখছেন মুরালি কার্তিক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা দেখছেন মুরালি কার্তিক

বাংলাদেশের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা দেখছেন মুরালি কার্তিক

বাংলাদেশের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা দেখছেন মুরালি কার্তিক

মুরালি কার্তিকের চোখে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতার অন্যতম ফেভারিট বাংলাদেশ ও ভারত। নাজমুল হোসেন শান্তর দলকেই তিনি বললেন ডার্ক হর্স। যারা সেমিফাইনাল কিংবা ফাইনালে খেলার সামর্থ্য রাখে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। কার্তিকের প্রেডিকশন, চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ কিংবা ভারত। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে নিজেদের লক্ষ্য স্পষ্ট করে এভাবেই জানিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গ্রুপ পর্বে ভারত, পাকিস্তানকে হারাতে পারলে সেমিফাইনালের সুযোগ তৈরি হবে টাইগারদের। 

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের চ্যাম্পিয়ন্স ট্রফি প্রেডিকশনে ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক বাংলাদেশকে নিয়ে বলেন, 'ডার্ক হর্স বাংলাদেশ', 'তারা খুবই বিপদজনক দল'। যারা পুরো আসরকে চমকে দিতে পারে। 

চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে তাকালে অবশ্য সুখস্মৃতিই আছে বাংলাদেশের। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রাপ্তি ২০১৭ সালে সেমিফাইনাল খেলা। ইংল্যান্ডে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে সেমি খেলেছিল মাশরাফি বিন মুর্তজার দল। এবার গ্রুপে পাওয়া এই নিউজিল্যান্ডকে হারিয়েই সেবার সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। 

এবার সত্যি চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখে; বাংলাদেশ সেমিফাইনাল এমনকি ফাইনাল খেলার মতন দল বলে মনে হয় তার। মুরালি কার্তিক বেশ আত্মবিশ্বাসের সুরেই বললেন, চ্যাম্পিয়ন হতে পারে ভারত বা বাংলাদেশ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three