দুবাইতে সব ম্যাচ খেলাটা সুবিধাজনক, স্বীকার করলেন শামি
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড
- 5
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট

দুবাইতে সব ম্যাচ খেলাটা সুবিধাজনক, স্বীকার করলেন শামি
দুবাইতে সব ম্যাচ খেলাটা সুবিধাজনক, স্বীকার করলেন শামি
ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি মনে করছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ একই ভেন্যুতে খেলার ফলে দলটি স্পষ্ট সুবিধা পাচ্ছে। তবে তার এই মতামত ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ গৌতম গম্ভীরের দৃষ্টিভঙ্গির বিপরীত।
মঙ্গলবার ৪৮ রান খরচা করে ৩ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠার পর শামি বলেন, "নিঃসন্দেহে এটি আমাদের সাহায্য করছে। আমরা এখানকার কন্ডিশন এবং পিচের আচরণ সম্পর্কে ভালোভাবে জানি।"
শামির এই বক্তব্য সমালোচকদের হাতে নতুন অস্ত্র তুলে দিতে পারে, কারণ অনেকেই অভিযোগ তুলেছেন যে, ভারতকে সব ম্যাচ দুবাইতে খেলার সুবিধা দেওয়া হয়েছে। তবে অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গম্ভীর এই ধারণা নাকচ করে দিয়েছেন।
রোহিত বলেন, "এটি আমাদের হোম গ্রাউন্ড নয়, এটি দুবাই। আমরা এখানে খুব বেশি ম্যাচ খেলিনি। তাই আমাদের জন্যও এটি নতুন কন্ডিশন।"
গম্ভীর বলেন, "এটি অন্যান্য দলের মতোই আমাদের জন্যও সম্পূর্ণ নিরপেক্ষ ভেন্যু। আমি মনে করতে পারছি না, শেষ কবে আমরা এখানে কোনো বড় টুর্নামেন্ট খেলেছি। আর সত্যি বলতে, আমরা এমন কোনো পরিকল্পনাও করিনি।"
বিশ্ব ক্রিকেট বিশ্লেষকরা এই বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন এবং নাসের হুসেন স্কাই স্পোর্টসের এক পডকাস্টে বলেন, "ভারতের জন্য এটি একটি অপ্রতিরোধ্য সুবিধা। তারা সব ম্যাচ একই ভেন্যুতে খেলছে, যেখানে তারা পিচ ও পরিবেশ সম্পর্কে ভালোভাবে অবগত।"
আগামী ৯ মার্চ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এটি হবে ভারতের টানা পঞ্চম ম্যাচ একই ভেন্যুতে। যদিও নিউজিল্যান্ডও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে একবার এই মাঠে খেলেছে সেই ম্যাচে তারা হেরেছিল।