'ভারত বিশাল সুবিধা পাচ্ছে, বেশ আরামেই আছে দুবাইয়ে...'

'ভারত বিশাল সুবিধা পাচ্ছে, বেশ আরামেই আছে দুবাইয়ে...'
'ভারত বিশাল সুবিধা পাচ্ছে, বেশ আরামেই আছে দুবাইয়ে...'
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জন্য বিশেষ সুবিধা তৈরি হয়েছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক আথারটন ও নাসের হুসেইন।
ভারত সরকারের পাকিস্তান সফর নিয়ে আপত্তির কারণে ভারতীয় দল পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে আইসিসি শেষ মুহূর্তে একটি হাইব্রিড মডেল তৈরি করে এবং ভারতের সব ম্যাচ দুবাইয়ে স্থানান্তরিত করে। তবে এতে ভারতের জন্য বিশেষ সুবিধা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ইয়াহু অস্ট্রেলিয়াকে বলেন, "অবশ্যই এটি ভারতের জন্য বিশাল সুবিধা। তারা একই মাঠে সব ম্যাচ খেলছে, যা তাদের শক্তি আরও বাড়িয়ে দিচ্ছে।"
চোটের কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারছেন না প্যাট কামিন্স। চোট সম্পর্কে তিনি বলেন, "বাড়িতে দারুণ সময় কাটছে, সবকিছু ঠিকঠাক চলছে এবং পুনর্বাসনে অ্যাঙ্কেলের পরিচর্যাও ভালোভাবে চলছে। এ সপ্তাতেই আমি দৌড়ানো এবং বোলিং শুরু করব।"
কামিন্স আরো বলেন, "আগামী মাসে আইপিএল আছে, এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওয়েস্ট ইন্ডিজ সফর। সামনে অনেক কিছু অপেক্ষা করছে।"
ভারতের স্পিনাররা দুবাইয়ের ধীরগতির উইকেটে ভালো পারফর্ম করছেন এবং ইতোমধ্যে দলটি সেমিফাইনালে পৌঁছে গেছে, যা এই বিতর্ককে আরও উসকে দিচ্ছে। অন্যদিকে, পাকিস্তান, ইংল্যান্ড ও অন্যান্য দলকে করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডির ভিন্ন ভিন্ন কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হচ্ছে।
এই বিতর্কের মধ্যেই প্রশ্ন উঠছে, এই বিশেষ সুবিধা কি ভারতের জন্য একটি বড় অ্যাডভান্টেজ, নাকি এটি শুধুমাত্র রাজনৈতিক পরিস্থিতির ফলাফল?