Image

৬ মাসের বেশি সময় পর খেলতে নেমে সাকিবের গোল্ডেন ডাক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
৬ মাসের বেশি সময় পর খেলতে নেমে সাকিবের গোল্ডেন ডাক

৬ মাসের বেশি সময় পর খেলতে নেমে সাকিবের গোল্ডেন ডাক

৬ মাসের বেশি সময় পর খেলতে নেমে সাকিবের গোল্ডেন ডাক

গতকাল ১৭ মে ইসলামাবাদে লাহোর কালান্দার্স দলের সঙ্গে যোগ দেন সাকিব আল হাসান। আজ মাঠে নেমে পড়লেন দলকে প্লে-অফে তোলার মিশনে। সাকিব অবশ্য ব্যাট করতে নেমে পেয়েছেন গোল্ডেন ডাকের স্বাদ। ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ১৩ ওভারে লাহোর কালান্দার্স রান তুলেছে ১৪৯। প্লে-অফের টিকিট নিশ্চিত করতে হলে বল হাতে দারুণ কিছু করতে হবে সাকিবদের। 

ছয় মাসের বেশি সময় পর ম্যাচ খেলতে নেমে ১ বলের বেশি ব্যাট করতে পারেননি সাকিব আল হাসান। লাহোরের ইনিংসের ১১তম ওভারের পঞ্চম ডেলিভারিতে আসিফ আলি আউট হওয়ার পর সাকিব নেমে শুরুর বলেই হারান স্টাম্প। আহমেদ দানিয়ালের স্লোয়ার বলে শট মিস করে হলেন বোল্ড, রেগে গিয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙতে চেয়েছিলেন সাকিব। তবে মুহূর্তেই নিজেকে শান্ত করে প্যাভিলিয়নে ফিরে যান। শেষ পর্যন্ত ১৪৯ রান তুলে থামে লাহোরের ইনিংস। 

সাকিব আল হাসানের লাহোর কালান্দার্সের গ্রুপ পর্বে ম্যাচ বাকি কেবল এটিই। পেশোয়ার জালমির বিপক্ষে রাওয়ালপিন্ডির মাঠে এই ম্যাচটি লাহোরের জন্য অলিখিত কোয়ার্টার ফাইনাল। ১৪৯ রান ডিফেন্ড করে জিতলেই নিশ্চিত হয়ে যাবে প্লে-অফের টিকিট। হারলে টুর্নামেন্ট থেকেই বাদ।

এবারের পিএসএলে সাকিবের এই এক ম্যাচ খেলার কথা থাকলেও প্লে-অফে উঠলে ম্যাচের সংখ্যা বাড়বে তাদের দলের। এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। সাকিব সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন গত বছরের ৩০ নভেম্বরে আবুধাবি টি–টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে। তবে প্রত্যাবর্তনের শুরুটা মনের মতো হয়নি সাকিবের। ব্যাট হাতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। এবার দেখা যাক বোলিংয়ে দলকে কতটা স্বস্তি এনে দিতে পারেন...

Details Bottom
Details ad One
Details Two
Details Three