Image

দুই শ্রীলঙ্কানকে নিয়ে পাকিস্তানে পৌঁছে গেছেন সাকিব আল হাসান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দুই শ্রীলঙ্কানকে নিয়ে পাকিস্তানে পৌঁছে গেছেন সাকিব আল হাসান

দুই শ্রীলঙ্কানকে নিয়ে পাকিস্তানে পৌঁছে গেছেন সাকিব আল হাসান

দুই শ্রীলঙ্কানকে নিয়ে পাকিস্তানে পৌঁছে গেছেন সাকিব আল হাসান

পিএসএল মাতাতে সাকিব আল হাসান পৌঁছেছেন পাকিস্তানের ইসলামাবাদে। সাকিবের সাথে লাহোর কালান্দার্সে যুক্ত হয়েছেন দুই লঙ্কান ক্রিকেটার কুশল পেরেরা ও ভানুকা রাজাপাকসে। 

আজ ১৭ মে সকাল-সকাল ইসলামাবাদে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব। পরদিনই ম্যাচ আছে তার দল লাহোরের। 

সাকিব আল হাসানের লাহোর কালান্দার্সের গ্রুপ পর্বে ম্যাচ বাকি মাত্র একটি। পেশোয়ার জালমির বিপক্ষে রাওয়ালপিন্ডির মাঠে ১৮ মে'র ম্যাচটি লাহোরের জন্য অলিখিত কোয়ার্টার ফাইনাল। জিতলে নিশ্চিত হয়ে যাবে প্লে-অফের টিকিট। হারলে টুর্নামেন্ট থেকেই বাদ।

এবারের পিএসএলে সাকিবের এই এক ম্যাচ খেলার কথা থাকলেও প্লে-অফে উঠলে ম্যাচের সংখ্যা বাড়বে তাদের দলের। ফ্র্যাঞ্চাইজিটি এর আগে জানিয়েছে, হাতে চোট পাওয়া ড্যারিল মিচেলের বদলি হিসেবে সাকিবকে দলে নেওয়া হয়েছে।

এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। সাকিব সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন গত বছরের ৩০ নভেম্বরে আবুধাবি টি–টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে। আগামীকাল, ১৮ মে পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে কালান্দার্সের জার্সিতে দেখা যাবে সাকিবকে। 

ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হওয়া পিএসএল ১৭ মে পুনরায় শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। লিগ পর্বের বাকি চারটি ম্যাচ ও প্লে-অফ পর্বের ম্যাচগুলোর জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাওয়ালপিন্ডি ও লাহোর।

Details Bottom
Details ad One
Details Two
Details Three