অধিনায়ক হাসপাতালে, তবুও বন্ধ হয়নি খেলা; ৭ উইকেটে জিতল তামিমের মোহামেডান
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 5
সিলেটে ৯ উইকেট পাওয়া মুজারাবানি আইসিসি র্যাংকিংয়ে দিলেন বড় লাফ

অধিনায়ক হাসপাতালে, তবুও বন্ধ হয়নি খেলা; ৭ উইকেটে জিতল তামিমের মোহামেডান
অধিনায়ক হাসপাতালে, তবুও বন্ধ হয়নি খেলা; ৭ উইকেটে জিতল তামিমের মোহামেডান
শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের অধিনায়ক হিসেবে টসও করেন। তামিম ইকবাল এরপর আর নামতে পারেননি মাঠে। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের হার্টে ব্লক ধরা পড়ে। রিং পরানোর পর বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনারকে রাখা হয়েছে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ)। এরমাঝেই ম্যাচ জিতে নিয়েছে তামিমের দল মোহামেডান।
ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে মোহামেডান। ২২৩ রানে শাইনপুকুরকে অলআউট করে মোহামেডান জয় নিশ্চিত করল ৪৬ বল বাকি থাকতে। মোহামেডানকে জিতিয়েই তামিমের সঙ্গে দেখা করতে হাসপাতালে ছুটে আসেন সতীর্থ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ,মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
শাইনপুকুরের বিপক্ষে খেলা শুরুর ঠিক আগে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তামিম। শুরুতে হেলিকপ্টারে করে ঢাকায় আনার চিন্তা করা হলেও হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে কেপিজে স্পেশালাইডজ হাসপাতালেই নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে।
সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, তামিমের হার্টে একটি রিং পরানো হয়েছে। তাকে সিসিইউতে (হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) রাখা হয়েছে। তার অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। পরিবারের সাথে কথা বলেছেন তামিম, দেখা করেছেন মাহমুদউল্লাহ রিয়াদও। ম্যাচ শেষ করতেই মুহূর্তে তামিমের জন্য হাসপাতালে ছুটে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজরা।
এদিন বল হাতে ৩৩ রানে ২ উইকেট নেওয়ার পর, ব্যাট হাতে তামিমের অনুপস্থিতিতে ইনিংস শুরু করতে নেমে ১০৩ রান করেন মিরাজ। এর আগে ৪৪ রান খরচায় প্রতিপক্ষের ৩ উইকেট নেন তাইজুল ইসলাম। দুটি করে শিকার ধরেন মিরাজ, সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। ডিপিএলে ৮ ম্যাচে মোহামেডানের এটি ষষ্ঠ জয়।