Image

জিম্বাবুয়ে সিরিজে লিটন দাসের বিকল্প হবেন মাহিদুল অংকন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জিম্বাবুয়ে সিরিজে লিটন দাসের বিকল্প হবেন মাহিদুল অংকন

জিম্বাবুয়ে সিরিজে লিটন দাসের বিকল্প হবেন মাহিদুল অংকন

জিম্বাবুয়ে সিরিজে লিটন দাসের বিকল্প হবেন মাহিদুল অংকন

লিটন দাস না থাকায় কপাল খুলছে উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অংকনের। পিএসএল খেলতে পাকিস্তানে যাবেন লিটন, মিস করবেন ঘরের মাঠের জিম্বাবুয়ে সিরিজ। তার বিকল্প হিসেবে বাংলাদেশ স্কোয়াডে মাহিদুল অংকনের জায়গা পাওয়া প্রায় চূড়ান্ত।  

গেল বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আচমকাই জাতীয় দলে অভিষেক হয় মাহিদুলের। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে করেন ২৯ রান। এরপর অংকন ছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও, তবে ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে নতুন আরেকটি সুযোগের সামনে দাঁড়িয়ে মাহিদুল অংকন।  

চলতি মাসে সিলেট ও চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। যেখানে দলের নিয়মিত মুখ লিটন দাস করাচি কিংসের হয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলায় ব্যস্ত থাকবেন। ফলে উইকেটকিপার-ব্যাটারের জায়গাটি খালি থাকবে। যেখানে সবার উপরে আলোচনায় মাহিদুল অংকনের নাম। 

জিম্বাবুয়ের সিরিজের জন্য স্কোয়াড চূড়ান্ত করলেও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি বিসিবির নির্বাচকরা। স্কোয়াডে ডাক পেলে মাহিদুল একাদশে সুযোগ পাবেন কি না, তা নিয়ে সংশয়। কারণ, দলে থাকবেন আরেক উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলি অনিক। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three