শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ জয়ের খুব কাছে বাংলাদেশ

শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ জয়ের খুব কাছে বাংলাদেশ
শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ জয়ের খুব কাছে বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের শেষ দিন আজ। কলম্বোয় সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে শেষ মেহেদীকে একাদশে নিয়েই বাংলাদেশের বাজিমাত। ৪ ওভারে মাত্র ১১ রান খরচায় শিকার করেন শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ ৪ উইকেট। ইনিংসের শুরু থেকে ধুঁকতে থাকা লঙ্কানরা শেষ অবদি ৭ উইকেট হারিয়ে রান করতে পারে ১৩২।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরেও বোলিং দাপট দেখিয়েছে বাংলাদেশ দল। এর আগের দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে দুই দলই। আজ মেহেদী হাসান মিরাজের জায়গায় দলে ঢুকেই শেখ মেহেদী হাসান দেখালেন জাদু।
৪-১-১১-৪ শেখ মেহেদীর এই বোলিং ফিগারই বলে দেয় এদিন কতটা অসহায় ছিল লঙ্কান ব্যাটাররা। একে একে মেহেদীর শিকার হন কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, চারিথ আসালাঙ্কা ও পাথুম নিসাঙ্কা।