Image

টানা দুই হারে পয়েন্ট টেবিলের চারে এখন সাকিবের দুবাই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টানা দুই হারে পয়েন্ট টেবিলের চারে এখন সাকিবের দুবাই

টানা দুই হারে পয়েন্ট টেবিলের চারে এখন সাকিবের দুবাই

টানা দুই হারে পয়েন্ট টেবিলের চারে এখন সাকিবের দুবাই

ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ে বিধ্বস্ত হয়ে পড়ল সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। গ্লোবাল সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দুবাইকে হারিয়েছে ৫৭ রানে।

ম্যাচটি গায়ানার মাটিতে হলেও শুরুতে কিছুটা চাপে পড়েছিল স্বাগতিক ওয়ারিয়র্স। তবে মঈন আলি ও শারফেন রাদারফোর্ডের দায়িত্বশীল ব্যাটিং এবং শেষদিকে রোমারিও শেফার্ডের ছোট ঝড় মিলিয়ে দলটি দাঁড় করায় লড়াকু সংগ্রহ। পরে বল হাতে তাহিরের জাদুতে ৮১ রানে অলআউট হয়ে যায় দুবাই।

আগের ম্যাচের মত এই ম্যাচেও ব্যাট ও বল উভয় দিকেই ব্যর্থ ছিলো সাকিব আল হাসান। ৪ ওভারে ২১ রান দিয়ে কোনো উইকেট তুলতে পারেননি তিনি। অন্যদিকে একটি বাউন্ডারি মেরে ৫ বলে মাত্র ৪ রানের ইনিংস খেলে মঈন আলীর বলে আউট হয়েছেন তিনি।

টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এই চাপের মুহূর্তে হাল ধরেন ইংল্যান্ডের অভিজ্ঞ মঈন আলি। চার-ছক্কার ঝড় না তুললেও ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামলে নিয়ে ৩৮ বলে করেন ৪০ রান। তাকে যোগ্য সঙ্গ দেন রাদারফোর্ড, যার ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৩ রানের কার্যকর ইনিংস। এই জুটিতে গায়ানা খুঁজে পায় ঘুরে দাঁড়ানোর পথ।

শেষ দিকে ৯ বলে ১৫ রানের ঝড়ো ইনিংস খেলেন রোমারিও শেফার্ড, যার বদৌলতে স্কোরবোর্ডে জমা হয় ১৩৮ রান। যদিও দলের ইনিংসে ছন্দ কাটেন কেবল তিনজন ব্যাটারই। দুবাইয়ের হয়ে একাই লড়েছেন ক্যানাডিয়ান পেসার কালীম সানা। ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

লক্ষ্য বড় না হলেও শুরু থেকেই ব্যাটিংয়ে ছন্দ খুঁজে পায়নি দুবাই ক্যাপিটালস। দুই ওপেনার দ্রুত ফিরলে চাপ আরও বাড়ে। এরপর শেফার্ডের এক ওভারে দুটি উইকেট এবং প্রিটোরিয়াসের আঁটসাঁট বোলিংয়ে ঢুকে পড়ে ভয়।

তবে সবকিছুর উপর ছড়ি ঘোরান অভিজ্ঞ লেগস্পিনার ইমরান তাহির। গুগলি আর টার্নের মিশেলে তিনি গুঁড়িয়ে দেন ক্যাপিটালসের মিডল ও লোয়ার অর্ডার। ৩.৪ ওভারে মাত্র ১২ রানে তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। তার স্পেলেই ভেঙে পড়ে দুবাইয়ের ব্যাটিং।

ডিকওলা (২৬) ও আতাল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। মাত্র ১২ বলে ২৭ রানের একটি জুটি আশা জাগালেও তাতে ক্ষণস্থায়ী আলো ছাড়া কিছুই মেলে না। ৩৬/১ থেকে ৬৬/৮ এই ধসেই সব আশা শেষ হয়। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ৮১ রানে।

এই জয়ের ফলে টানা দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। অন্যদিকে, পরপর দুটি ম্যাচে হেরে টেবিলের নিচের দিকে অবস্থান করছে দুবাই ক্যাপিটালস।

Details Bottom