Image

বাংলাদেশ দলের সাথে আরও দুই বছর থাকবেন মুশতাক আহমেদ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ দলের সাথে আরও দুই বছর থাকবেন মুশতাক আহমেদ

বাংলাদেশ দলের সাথে আরও দুই বছর থাকবেন মুশতাক আহমেদ

বাংলাদেশ দলের সাথে আরও দুই বছর থাকবেন মুশতাক আহমেদ

পাকিস্তানের সাবেক লেগ স্পিনার, ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্য মুশতাক আহমেদ বাংলাদেশ দলের সঙ্গী হয়ে থাকবেন আরও দুই বছর। স্পিন পরামর্শকের দায়িত্বে থাকা মুশতাকের মেয়াদ দুই বছর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুশতাক আহমেদের সাথে তার চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা করছে। উভয় পক্ষই শীঘ্রই চুক্তিটি কাগজে কলমে লিখতে প্রস্তুত। দ্রুতই বিসিবি আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্তের কথা প্রকাশ করবে।  

বিসিবি আশা করছে, মুশতাক আহমেদ বাংলাদেশ ক্রিকেটের সাথে ভিন্ন পদে বছরে ১৩০ দিন কাজ করবেন। তিনি কেবল জাতীয় দলের সাথেই কাজ করবেন না, বরং হাই পারফরম্যান্স ইউনিট এবং অন্যান্য প্রোগ্রামেও সময় দেবেন। 

মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বাংলাদেশের কোচিং সেট-আপের অংশ ছিলেন মুশতাক আহমেদ।

খেলোয়াড়ী জীবনে ১৮৫টি টেস্ট উইকেট এবং ১৬১টি ওয়ানডে উইকেট শিকার করেন। ৫৩ বছর বয়সী মুশতাক আহমেদ খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে মন দিয়েছেন। ২০০৮ থেকে ২০১৪ অব্দি ইংল্যান্ড, ২০১৮ থেকে ২০১৯ অব্দি ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২০ থেকে ২০২২ অব্দি পাকিস্তান দলের স্পিন বোলিং কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া ২০১৪ থেকে ২০১৬ অব্দি পাকিস্তান দলের বোলিং পরামর্শক ছিলেন তিনি। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three