কোলকাতার নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ সহ-অধিনায়ক
- 1
জিম্বাবুয়ে টেস্টের জন্য ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা
- 2
নিউজিল্যান্ড সিরিজের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে মুস্তাফিজকে
- 3
ম্যাচ সেরার পুরস্কার নিয়ে এসে শ্রেয়াস জানলেন জরিমানা ১২ লাখ
- 4
সিলেটে ৯ উইকেট পাওয়া মুজারাবানি আইসিসি র্যাংকিংয়ে দিলেন বড় লাফ
- 5
পাকিস্তানে যাবার আগে শারজাহতে ২ টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা

কোলকাতার নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ সহ-অধিনায়ক
কোলকাতার নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ সহ-অধিনায়ক
২০২৫ আইপিএলের জন্য আজিঙ্কা রাহানেকে অধিনায়ক এবং ভেঙ্কটেশ আইয়ারকে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে কোলকাতা নাইট রাইডার্স। টিম ম্যানেজম্যান্টের এই সিদ্ধান্তে খুশি রাহানে।
আগামী ২২ মার্চ, ইডেন গার্ডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে কেকেআর তাদের আইপিএল ২০২৫ অভিযান শুরু করবে।
আজিঙ্কা রাহানে এর আগে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব করেছেন। সেখানে আইয়ার ২০২৩ সালে ভাইস ক্যাপ্টেন ছিলেন। শুধু তাই নয় টেস্টে রাহানে টিম ইন্ডিয়াকেও নেতৃত্ব দিয়েছেন। সেই রাহানের উপরই ভরসা রাখছে কেকেআর। মেগা নিলামে রাহানেকে মাত্র ১.৫০ কোটি রুপিতে কিনেছিল কেকেআর। অন্যদিকে, ভেঙ্কটেশ আইয়ারের জন্য খরচ করা হয়েছিল রেকর্ড ২৩.৭৫ কোটি।
কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর জানিয়েছেন, রাহানের অভিজ্ঞতা এবং পরিণতবোধ বেশি হওয়ায় তাঁকে নেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে, 'আজিঙ্কা রাহানের মতো এক জন নেতা পেয়ে আমরা খুব খুশি। রাহানের মধ্যে নেতা হিসাবে অভিজ্ঞতা এবং পরিণতবোধ রয়েছে। ভেঙ্কটেশ আইয়ারও দীর্ঘ দিন ধরে এই দলের হয়ে খেলছে। ওর মধ্যেও নেতা হওয়ার প্রচুর গুণ রয়েছে। আশা করি এই দু’জনে মিলে ট্রফি ধরে রাখার জন্য সব রকম চেষ্টা করবে।'
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত রাহানে বললেন, 'কেকেআরের নেতা হওয়ার দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। আইপিএলের অন্যতম সফল দলগুলির মধ্যে একটি কেকেআর। আমাদের দুর্দান্ত এবং ভারসাম্যযুক্ত একটা দল রয়েছে। সবার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। ট্রফি ধরে রাখতে মরিয়া।'