লিটন-শেখ মেহেদীর দলে যেকারণে জায়গা হয়নি মিরাজের

লিটন-শেখ মেহেদীর দলে যেকারণে জায়গা হয়নি মিরাজের
লিটন-শেখ মেহেদীর দলে যেকারণে জায়গা হয়নি মিরাজের
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য নতুন দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের হাল ধরছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস, যিনি এবার পাচ্ছেন স্থায়ীভাবে নেতৃত্বের দায়িত্ব। এই দুই সিরিজে তাকে সহায়তা করবেন সহ-অধিনায়ক হিসেবে শেখ মেহেদী হাসান।
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দারুণ পারফর্ম করেও স্কোয়াডে জায়গা পাননি মেহেদী হাসান মিরাজ। তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজি আশরাফ হোসেন লিপু বলেন, "মিরাজ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন, বিশেষ করে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে। বিশ্ব র্যাঙ্কিংয়ে তার অবস্থানও তা প্রমাণ করে। তবে আমরা বিশ্বকাপকে সামনে রেখে একটু পিছিয়ে রেখেছিলাম ওকে। টি-টোয়েন্টিতে যেখানে প্রত্যেক বোলারকে ৪ ওভার করতে হয়, সেখানে শেখ মেহেদী কিছুটা এগিয়ে আছে।"
এ সম্পর্কে তিনি আরো বলেন, "আমাদের হাতে যদি সুযোগ থাকত নাহিদ রানা অন টাইম আছে তাহলে হয়ত পেসার কমিয়ে ব্যাটার বাড়াতে পারতাম। লিটন যদি ৩ হয়, মিডলে হৃদয়, শামীম, অনিক আছে পাশাপাশি শান্তও আছে। আরেকটা নাম এড করার সুযোগ ছিল না। থাকলে আমি তাকে নিতে চাইতাম। আমি মনে করি আমাদের টি-টোয়েন্টি প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন। তিনি যেকোনো পরিস্থিতিতে যেকোনো সময়ে মানিয়ে নেওয়ার জন্য চমৎকার প্লেয়ার। তাকেও আমরা খেলার মধ্যে রাখব। যাতে দীর্ঘ দিন টি-টোয়েন্টি ফরম্যাটে দলের বাইরে না থাকতে হয়। যদি কম্বিনেশনে প্রয়োজন হয় নেওয়া যেতে পারে। যদি যাদেরকে ভাবছি আমরা দক্ষতার পরিচয় দিবেন, সেখানে ব্যত্যয় হলে যেন সাথে সাথে শুধরাতে পারি।"
এদিকে বিপিএল কিংবা ঘরোয়া টুর্নামেন্ট সবখানেই প্রতিভার সাক্ষর রেখেছে নাইম শেখ ও মাহিদুল ইসলাম অঙ্কন। তবে জাতীয় দলে জায়গা পাননি তারা। আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলে আছেন তারা। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে এটাই হতে পারে তাদের জন্য শানিত হওয়ার সুযোগ। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক,
"নিউজিল্যান্ড ‘এ’ দল কিন্তু নেহায়েত কম শক্তিশালী নয়। এখানে যদি সাদা বলে সুযোগ পায় তাহলে মেধার প্রকাশ ঘটানো যায় টি-টোয়েন্টির চাইতে বেশি। লাল বলেও সে ভালো করেছে। একই ব্যাপার অঙ্কনের ক্ষেত্রেও। তাদের ম্যাচুরিটি কীভাবে গ্রো করা যায়, আন্তর্জাতিকে যাওয়ার আগে নিজেদের শাণিত করার সুযোগ। সামনে আরও ম্যাচ আছে, সুযোগ আসবে ইনশাআল্লাহ।"