তামিমের দায়িত্ব পেয়ে তাওহীদ হৃদয়ও দুর্দান্ত, জোড়া ফিফটিতে জিতল মোহামেডান

তামিমের দায়িত্ব পেয়ে তাওহীদ হৃদয়ও দুর্দান্ত, জোড়া ফিফটিতে জিতল মোহামেডান
তামিমের দায়িত্ব পেয়ে তাওহীদ হৃদয়ও দুর্দান্ত, জোড়া ফিফটিতে জিতল মোহামেডান
ঈদ শেষে আজ থেকে আবার শুরু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। মিরপুর শের-ই-বাংলায় প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারিয়ে দিল তামিম ইকবাল বিহীন মোহামেডান। তামিম না থাকায় নতুন নেতৃত্ব পাওয়া তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে ফিফটি। ৫৫ বলে ৬৭ রান করে দলকে জেতানো মেহেদী হাসান মিরাজ পেলেন ম্যাচসেরা ক্রিকেটারের পুরস্কার।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ৬৭ রান করতেই হারিয়ে বসে টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে। এরপর শামীম হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়িয়েও বড় সংগ্রহ পায়নি দলটি। ৩২.২ ওভার খেলতেই ১৭৪ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক।
ওপেনিংয়ে নেমে নাইম শেখ উড়ন্ত শুরু করলেও পরের ওভারেই নেন বিদায়। এবাদত হোসেনের ডেলিভারিতে লেগ বিফোরে উইকেট হারানোর আগে ৭ বলে করেন ১৮। শাহাদাত হোসেন দিপু ১ রান করতে পারলেও জাকির হাসান হয়েছেন ডাক।
শেষদিকে অধিনায়ক ইরফান শুক্কুর ১৯, আরাফাত সানি ২১ রান করে শামীম হোসেন পাটোয়ারিকে সঙ্গ দেন। সাইফউদ্দিনের শিকার হওয়ার আগে ৬১ বলে খেলেন ৮৯ রানের দাপুটে ইনিংস। যা শামীম সাজান ১০ চার ও ৪ ছক্কায়। মোহামেডানের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম একাই নেন ৪ উইকেট, ২০ বলে মাত্র ৫ রান খরচায়। এবাদতের শিকার ৩ উইকেট।
১৭৫ রানের সহজ টার্গেট টপকাতে নেমে রনি তালুকদার প্রথম ওভারেই শিকার হন হাসান মাহমুদের। তিনে নামা মাহিদুল ইসলাম অংকনও ১০ রান করে হাসান মাহমুদের ডেলিভারিতে উইকেট হারান। মাহমুদল্লাহ রিয়াদ ২২ বল খেলেও ৭ রানের বেশি করতে পারেননি। ৬৪ রানে ৪ উইকেট হারানো মোহামেডান এরপর জয়ের পথে ছুটি অধিনায়ক তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে।
ফিফটি হাঁকিয়ে ব্যক্তিগত ৫৭ রানে থাকা তাওহীদ হৃদয়ের উইকেটও তুলে নেন হাসান মাহমুদ। তবে থামানো যায়নি মেহেদী হাসান মিরাজকে। ৫৫ বলে ৬৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ২০ ওভার বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব।