বাংলাদেশ-পাকিস্তান সিরিজে নেই ডিআরএস, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে নেই ডিআরএস, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে নেই ডিআরএস, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত
ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ছাড়াই খেলা হবে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। কারিগরি কর্মীদের অনুপস্থিতির কারণে পিএসএলের শেষের মতো ডিআরএস ব্যবহার করা হবে না এই সিরিজেও। ফলে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
বহু প্রতীক্ষিত পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজটি ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) এর সাহায্য ছাড়াই অনুষ্ঠিত হবে। ডিআরএস না থাকার কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ভারত-পাকিস্তান যুদ্ধের পর ডিআরএসের টেকনিক্যাল স্টাফরা নিজ দেশ আর পাকিস্তানে ফেরত আসেননি। ফলে পিএসএলের পর বাংলাদেশ সিরিজেও ডিআরএস রাখতে পারছে না পিসিবি। বল ট্র্যাকিং, আলট্রা এজ প্রযুক্তি না থাকায় অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করতে হবে দুই দলকে।
গত ৭ মে পিএসএল স্থগিত হওয়ার আগ পর্যন্ত ম্যাচগুলোতে ডিআরএস ব্যবহার করা হয়েছে। পুনরায় শুরুর পর এই প্রযুক্তির ব্যবহার ছাড়াই হয়েছে প্লে অফ ও ফাইনাল। পিএসএলের শেষ ভাগের মতো বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের সিরিজেও থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।
তবে কোনো সিদ্ধান্তের ব্যাপারে দ্বিধাগ্রস্ত থাকলে আম্পায়ারদের পরস্পরের সঙ্গে আলোচনা করে নিতে পারবে। আম্পায়ার একবার সিদ্ধান্ত দিয়ে ফেললে রিভিউ ছাড়াও সেটি ফিরিয়ে নেওয়ারও সুযোগ থাকছে।