Image

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের কমেন্ট্রি প্যানেল তারার মেলা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 17 ঘন্টা আগেআপডেট: 21 মিনিট আগে
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের কমেন্ট্রি প্যানেল তারার মেলা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের কমেন্ট্রি প্যানেল তারার মেলা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের কমেন্ট্রি প্যানেল তারার মেলা

ভয়েস অব বাংলাদেশ"-খ্যাত আতহার আলি খান পাকিস্তান সিরিজের ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। আজ এক বিবৃতিতে ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

বাংলাদেশের সাবেক ওপেনার ও বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলি খানকে রেখে  পাঁচ সদস্যের ধারাভাষ্য প্যানেল ঘোষণা পিসিবির। পাকিস্তানের সাবেক তিন ক্রিকেটার আমির সোহেল, রমিজ রাজা ও বাজিদ খানের সঙ্গে আছেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার আতহার আলি খান। 

আরেকজন হলেন অস্ট্রেলিয়ার সাবেক ঘরোয়া ক্রিকেটার মাইক হেইসম্যান। এছাড়া জয়নব আব্বাসকে দেখা যাবে সিরিজ প্রেজেন্টারের ভূমিকায়। 

আগামীকাল ২৮ মে থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একদিন পর ৩০ মে দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ১ জুন তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ধারাভাষ্যকার প্যানেল-

আমির সোহেল, আতহার আলি খান, বাজিদ খান, মাইক হেইসম্যান, রমিজ রাজা, জয়নব আব্বাস (উপস্থাপক)। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three