Image

উমর গুলকে ৩০ মাসের চুক্তির প্রস্তাব দিয়েছে বিসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
উমর গুলকে ৩০ মাসের চুক্তির প্রস্তাব দিয়েছে বিসিবি

উমর গুলকে ৩০ মাসের চুক্তির প্রস্তাব দিয়েছে বিসিবি

উমর গুলকে ৩০ মাসের চুক্তির প্রস্তাব দিয়েছে বিসিবি

পাকিস্তানের প্রাক্তন পেসার উমর গুল বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত। মে মাসে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সময় থেকে টাইগারদের সাথে গুল তার নতুন দায়িত্ব শুরু করবেন।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে নিয়োগ দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুল সম্প্রতি 'টেলিকমএশিয়া স্পোর্টস'কে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রস্তাবের বিষয়ে নিশ্চিত করেছেন। তবে বিসিবির সাথে তার চুক্তির শর্তাবলী এখনও চূড়ান্ত হয়নি।

৪২ বছর বয়সী এই পেসারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৩০ মাসের চুক্তির প্রস্তাব দিয়েছে। তার মানে, দায়িত্ব পেলে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন উমর গুল। এমনকি প্রাথমিকভাবে ৩ মাস মেয়াদে উমর গুলকে নিয়োগ দিতে পারে বিসিবি। এরপর পারফর্ম্যান্স দেখে চুক্তি নবায়ন করবে। 

গুল সাম্প্রতিক অতীতে আফগানিস্তান এবং পাকিস্তানের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three