স্পিনারদের ২০ উইকেটে মাত্র তিন দিনেই উইন্ডিজকে হারাল পাকিস্তান
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 5
বাংলাদেশকে চাপে রাখা ভিনসেন্ট মাসেকিসা ফলো করেন রিশাদ হোসেনকে

স্পিনারদের ২০ উইকেটে মাত্র তিন দিনেই উইন্ডিজকে হারাল পাকিস্তান
স্পিনারদের ২০ উইকেটে মাত্র তিন দিনেই উইন্ডিজকে হারাল পাকিস্তান
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুলতান টেস্টে ১২৭ রানের বিশাল জয় পেয়েছে পাকিস্তান। কেবল ৩ দিন মাঠে গড়ানো এই ম্যাচটি পাকিস্তানের মাটিতে সংক্ষিপ্ততম টেস্ট। দুই দলের চার ইনিংসে সব মিলিয়ে খেলা হয়েছে মোট ১৭৭.২ ওভার। এতেই উইকেট পড়েছে ৪০ টা।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৩০ রান তোলে পাকিস্তান। সৌদ শাকিল করেন ৮৪ এবং মোহাম্মদ রিজওয়ান করেন ৭১ রান। ক্যারিবিয়ানদের পক্ষে ৩টি করে উইকেট নেন জেডেন সিলস এবং জুমেল ওয়ারিকন।
এদিকে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি বোলারদের স্পিন ঘূর্ণিতে মাত্র ১৩৭ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান আসে ওয়ারিক্যানের ব্যাট থেকে। দুই স্পিনার নোমান আলী ও সাজিদ খান উইকেট পান যথাক্রমে ৫ ও ৪ টি করে।
৯৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। এবারো ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে ১৫৭ রানে অলআউট হয় দলটি। শান মাসুদ করেন ৫২ রান, ২৯ রান করেন মোহাম্মদ হুরায়রা। পাকিস্তানি ব্যাটিং শিবিরে ধ্বস নামিয়ে মাত্র ৩২ রান খরচা করে একাই ৭ উইকেট তুলে নেন জুমেল ওয়ারিকন।
দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ২৫১ রানের দরকার ছিলো ওয়েস্ট ইন্ডিজের। তবে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২৩ রানেই গুঁড়িয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। অ্যালিক অ্যাথানেজের ৫৫ রানের ইনিংসটি ছাড়া বলার মতো ইনিংস খেলতে পারেননি আর কেউ। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে ফাইফার পান সাজিদ খান। ৪ টি উইকেট শিকার করেন আবরার আহমেদ।