Image

আফগানিস্তানের সেদিকউল্লাহ অটলকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আফগানিস্তানের সেদিকউল্লাহ অটলকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

আফগানিস্তানের সেদিকউল্লাহ অটলকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

আফগানিস্তানের সেদিকউল্লাহ অটলকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালস ইংলিশ খেলোয়াড় হ্যারি ব্রুকের বদলি হিসেবে ২৩ বছর বয়সী আফগানিস্তানের ব্যাটার সেদিকউল্লাহ অটলকে দলে নিয়েছে। অটল তার ভিত্তি মূল্য ১.২৫ কোটি রুপিতে ডিসিতে যোগ দেবেন, বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

ব্যক্তিগত কারণে চলতি আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুক। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, অজানা কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে সংশ্লিষ্ট ক্রিকেটারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার ঝুঁকি থাকে।

২৩ বছর বয়সী অটল এর আগে আইপিএলে খেলার অভিজ্ঞতা না থাকলেও, দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগে এমআই কেপটাউনের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। সেখানে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৭৪ রান করেছিলেন ৪৬ বলে।

টি-টোয়েন্টি ফরম্যাটে ৪৯ ম্যাচে তার স্ট্রাইক রেট ১৩১। আন্তর্জাতিক অঙ্গনে তিনি আফগানিস্তানের হয়ে খেলেছেন ৯টি টি-টোয়েন্টি, ৯টি ওডিআই এবং একটি টেস্ট ম্যাচ।

চলতি আসরে শুরুটা দুর্দান্ত হলেও, ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দিল্লি ক্যাপিটালস। প্রথম চার ম্যাচে জয় পাওয়ার পর পয়েন্ট টেবিলে বর্তমানে তারা পঞ্চম স্থানে অবস্থান করছে। তবে এখনো প্লে-অফের দৌড়ে টিকে আছে দলটি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three