Image

শুরুতেই নেই জাওয়াদ আবরার, এরপর তামিম-কালামের প্রতিরোধ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শুরুতেই নেই জাওয়াদ আবরার, এরপর তামিম-কালামের প্রতিরোধ

শুরুতেই নেই জাওয়াদ আবরার, এরপর তামিম-কালামের প্রতিরোধ

শুরুতেই নেই জাওয়াদ আবরার, এরপর তামিম-কালামের প্রতিরোধ

পঞ্চম যুব ওয়ানডে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছয় ম্যাচের সিরিজে আজিজুল হাকিম তামিমের দল এখন ৩-২ ব্যবধানে এগিয়ে। সিরিজ নিজেদের করে নিতে চাইলে আজ শেষ ম্যাচে হার এড়াতেই হবে। তবে এই সিরিজে দুই সেঞ্চুরি পাওয়া জাওয়াদ আবরার এমন গুরুত্বপূর্ণ ম্যাচে হয়েছেন ডাক। শুরুর বিপর্যয় কাটিয়ে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, ব্যাটিংয়ে অধিনায়ক তামিম ও কালাম সিদ্দীকি। 

কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তবে এদিন আর দলকে উড়ন্ত শুরু এনে দিতে পারেননি ওপেনাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়ে বসেন জাওয়াদ আবরার। ৭ বল খেলা জাওয়াদ কোনো রান করেই ফিরে যান প্যাভিলিয়নে।  

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল যে এই সিরিজ হারছে না, তা নিশ্চিত হয়ে যায় ৪র্থ ওয়ানডে জয়ের পরই। তবে ট্রফি নিজেদের করে উঁচিয়ে ধরতে হলে আজ সিরিজের ৬ষ্ঠ ও শেষ ওয়ানডেতে জয়ের কোনো বিকল্প নেই। স্বাগতিকরা এই ম্যাচ জিতে গেলে সিরিজ শেষ হবে ৩-৩ সমতায়।  

জাওয়াদ আবরারের বিদায়ের পর অধিনায়ক আজিজুল হাকিম তামিম এসে আরেক ওপেনার কালাম সিদ্দীকির সঙ্গী হন। এই দুইয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। ১০ ওভার শেষে বাংলাদেশের রান ৩৯। ৫ বাউন্ডারিতে কালাম সিদ্দীকির ব্যাট থেকে এসেছে ২৪ রান। আজিজুল হাকিম তামিম অপরাজিত আছেন ১২ রানে। 

বাংলাদেশ একাদশ-

জাওয়াদ আবরার, কালাম সিদ্দীকি, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বাসির রাতুল, মোহাম্মদ আবদুল্লাহ, দেবাশীষ দেবা, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান (উইকেটকিপার), রিজান হোসেন, আল ফাহাদ। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three