বরিশালের ওপেনার রিশাদ, প্রথম ম্যাচ খেলবেন এবাদত

বরিশালের ওপেনার রিশাদ, প্রথম ম্যাচ খেলবেন এবাদত
বরিশালের ওপেনার রিশাদ, প্রথম ম্যাচ খেলবেন এবাদত
গতকাল সিলেট স্ট্রাইকার্সকে বড় ব্যবধানে হারিয়ে রংপুর রাইডার্সের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ খেলা নিশ্চিত করে ফরচুন বরিশাল। টানা চার জয় পাওয়া বরিশালের আজ ফাই-ফার পূরণের মিশনে। দিনের প্রথম ম্যাচে তামিম ইকবালদের প্রতিপক্ষ মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। ৯ ম্যাচ পর বরিশালের জার্সিতে ম্যাচ খেলতে নামছেন পেসার এবাদত হোসেন।
প্লে–অফে খেলতে হলে খুলনা টাইগার্সকে লিগ পর্বে শেষ তিন ম্যাচেই জিততে হবে। দুটিতে জিতলেও সম্ভব, সে ক্ষেত্রে যেকোনো একটি ম্যাচে দুর্বার রাজশাহীর হার কামনা করতে হবে। অর্থাৎ আজ বরিশালের বিপক্ষে খুলনার জয়ের বিকল্প নেই। এমন কঠিন সমীকরণের ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামছে খুলনা টাইগার্স।
অন্যদিকে, জয়ের ফাই-ফার পূরণের মিশনে টস জিতলেন বরিশাল ক্যাপ্টেন তামিম ইকবাল। তামিমের আমন্ত্রণে আগে ব্যাট করতে নামবে খুলনা টাইগার্স।
ফরচুন বরিশালের ব্যাটিং অর্ডারে এসেছে পরিবর্তন। আজ তামিম ইকবালের সাথে ওপেন করতে নামবেন লেগ-স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। এবারের বিপিএলে গেল ৯ ম্যাচ বেঞ্চে বসে থাকা পেসার এবাদত হোসেন আজ ফিরলেন সেরা একাদশে।
ফরচুন বরিশাল একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, ডেভিড মালান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, এবাদত হোসেন, ফাহিম আশরাফ, মোহাম্মদ নবী, তানভীর ইসলাম, জেমস ফুলার।
খুলনা টাইগার্স একাদশ-
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাইম শেখ, আফিফ হোসেন, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অংকন, উইলিয়াম বোসিস্তো, আবু হায়দার রনি, নাসুম আহমেদ, অ্যালেক্স রস, মোহাম্মদ নওয়াজ, সালমান ইরশাদ।