টেস্ট ক্রিকেট থেকে অবসরে ভিরাট কোহলি

টেস্ট ক্রিকেট থেকে অবসরে ভিরাট কোহলি
টেস্ট ক্রিকেট থেকে অবসরে ভিরাট কোহলি
টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভিরাট কোহলি। ভারতের হয়ে টেস্টের সাদা পোশাকে আর দেখা যাবে না কোহলিকে, ইনস্টাগ্রাম পোস্টে এমন সিদ্ধান্তের কথা জানান।
ভারতের হয়ে ১২৩ টেস্টের ২১০ ইনিংসে ব্যাট করেছেন আধুনিক ক্রিকেটের এই মহাতারকা। ৪৬.৮৫ গড়ে রান করেছেন ৯২৩০। ৩১ ফিফটির সাথে আছে ৩০ সেঞ্চুরি, সর্বোচ্চ অপরাজিত ২৫৪ রান।
ক্যারিয়ার দারুণ হলেও সাম্প্রতিক সময়ে ভিরাট কোহলি টেস্ট ক্রিকেটে তাঁর নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। পার্থে ১০০* রানের ইনিংস খেলার পর ৭ ইনিংসেও ফিফটির দেখা পাননি। পার্থের ঐ সেঞ্চুরির ১৫ ইনিংস আগে ছিল আরেক সেঞ্চুরি।
লম্বা সময় ধরে ভারতের লিডারশিপ গ্রুপের অংশ ছিলেন ভিরাট কোহলি। রোহিত শর্মা দায়িত্ব নেবার আগে ভারতকে ৬৮ টেস্টে নেতৃত্ব দিয়ে কোহলি জিতিয়েছেন ৪০ টিতে। মাত্র ১৭ টেস্টে হারা কোহলি ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক।