Image

বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট

বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট

বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট

টাইগারদের নতুন পেস বোলিং কোচ শন টেইট। আন্দ্রে অ্যাডামসের সাথে সম্পর্ক ছিন্ন করার দিনে নতুন কোচের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই মাসের শেষদিকে তাসকিন-শরিফুলদের সাথে কাজ শুরু করবেন অস্ট্রেলিয়ান তারকা শন টেইট।

২০২৭ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্বে থাকবেন শন টেইট। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী পেসার শন টেইট গত বিপিএলে চিটাগং কিংসের হেড কোচের ভূমিকায় ছিলেন। 

২০০৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা শন টেইটকে অবশ্য আগেও বোলিং কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিবি। গেল বিপিএলের সময় বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়ার প্রস্তাব পান তিনি। 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ফুল টাইম কোচিংকেই বেছে নিয়েছেন টেইট। পাকিস্তান জাতীয় দলের দায়িত্বে ছিলেন এক বছর। বিপিএল, পিএসএল-সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের কোচিংয়ে দেখা যায় তাকে।

গত ওয়ানডে বিশ্বকাপের পর অ্যালান ডোনাল্ড বিদায় নিলে পেস বোলিং কোচের পদ শূন্য হয় বাংলাদেশের। শ্রীলঙ্কা সিরিজের আগে নিয়োগ দেওয়া হয় অ্যাডামসকে। চুক্তির মেয়াদ শেষের আগেই এবার তার সাথে সম্পর্ক ছিন্ন করে বিচ্ছেদের পথে হাঁটল বিসিবি।

নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামসের সঙ্গে চুক্তি ছিল ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত, তবে তার পারফরম্যান্সে সন্তুষ্ট নয় ক্রিকেট বোর্ড। তাই মেয়াদ শেষ হওয়ার আগেই অ্যাডামস অধ্যায়ের সমাপ্তি। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three