পিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়ে ২ বছরের চুক্তিতে বাংলাদেশে ফিরলেন টনি হেমিং

পিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়ে ২ বছরের চুক্তিতে বাংলাদেশে ফিরলেন টনি হেমিং
পিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়ে ২ বছরের চুক্তিতে বাংলাদেশে ফিরলেন টনি হেমিং
টনি হেমিং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান কিউরেটরের পদ থেকে পদত্যাগ করেছেন। আজ রাতে এক বিবৃতি দিয়ে হেমিংয়ের দায়িত্ব ছাড়ার খবর নিশ্চিত করেছে পিসিবি।
গত বছর চুক্তির মাঝপথে বিসিবির চাকরি ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান অভিজ্ঞ কিউরেটর টনি হেমিং। পিসিবির প্রধান কিউরেটরের দায়িত্ব ছেড়ে দুই বছরের চুক্তিতে আবার তিনি বিসিবিতে ফিরলেন। পাকিস্তানের দায়িত্ব ছেড়ে এসে বাংলাদেশের সব আন্তর্জাতিক ভেন্যু দেখভালের দায়িত্বে থাকবেন হেমিং।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন টনি হেমিং। অস্ট্রেলিয়ান এই কিউরেটরের সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে দুই বছরের। আজ শনিবার (৯ আগস্ট) বিসিবির সভা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন পরিচালক ইফতেখার রহমান মিঠু।
'হেড অব টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে টনি হেমিংকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি বাংলাদেশে আগেও কাজ করেছেন। তাকে ২ বছরের জন্য আনা হচ্ছে।'
এর আগে ২০২৩ সালে প্রথম বিসিবিতে যোগ দেন হেমিং। তখন তার কাজ প্রশংসা কুড়িয়েছিলো ক্রিকেট মহলে। পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক ক্রিকেটের মাটি বিষয়ক উপদেষ্টা ও পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি।