জিম্বাবুয়েকে পেয়ে নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়

জিম্বাবুয়েকে পেয়ে নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়
জিম্বাবুয়েকে পেয়ে নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়
বুলাওয়ে টেস্টের তৃতীয় দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল নিউজিল্যান্ড। ইনিংস ও ৩৫৯ রানের বিশাল জয়ে ম্যাচ শেষ করে কিউইরা গড়েছে দেশের ইতিহাসে সর্বোচ্চ ইনিংস ব্যবধানের জয়ের রেকর্ড। একই সঙ্গে এটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ইনিংস ব্যবধানের জয়।
এর আগে ইংল্যান্ড ১৯৩৮ সালে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৫৭৯ রানে এবং অস্ট্রেলিয়া ২০০২ সালে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ৩৬০ রানে হারিয়ে রেকর্ড গড়েছিল।
দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট হাতে ঝড় তোলে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলস তিনজনই তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি, যা দলকে এনে দেয় ৪৭৬ রানের বিশাল লিড। এরপর বল হাতে নিয়ন্ত্রণ নেন বোলাররা।
টেস্ট অভিষেকেই দুর্দান্ত বোলিং করে ইতিহাস গড়েন জাকারি ফোল্কস। দ্বিতীয় ইনিংসে তার শিকার ৫ উইকেট, পুরো ম্যাচে ৯/৭৫ যা নিউজিল্যান্ডের ইতিহাসে অভিষেকে সেরা বোলিং ফিগার। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া ম্যাট হেনরি সিরিজজুড়ে ছিলেন দুর্দান্ত। মাত্র ৯.১২ গড়ে ১৬ উইকেট শিকার করে তিনি জেতেন সিরিজ সেরার পুরস্কার। ম্যাচসেরা হন ১৫৩ রানের ইনিংস খেলা কনওয়ে।
স্ট্যান্ড-ইন অধিনায়ক মিচেল স্যান্টনারের নেতৃত্বে প্রথম টেস্টে ৯ উইকেটের জয়ের পর এই ইনিংস ব্যবধানের জয় এনে সিরিজ সিল করে কিউইরা। এর আগে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল তারা।