Image

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৩ হাজার পুলিশ মোতায়েন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৩ হাজার পুলিশ মোতায়েন

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৩ হাজার পুলিশ মোতায়েন

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৩ হাজার পুলিশ মোতায়েন

২৯ বছর পর আইসিসির কোনো বড় টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে তাই নিরাপত্তা ইস্যুতে বড়সড় ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নির্বিঘ্নে টুর্নামেন্ট আয়েজন করে তারা বিশ্ববাসীকে দেখাতে চায় পাকিস্তান বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুত।

নিরাপত্তা ব্যবস্থায় ৩ ভ্যেনুর মধ্যে শুধু লাহোর ও রাওয়ালপিন্ডিতেই ১২ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। লাহোরে ৮ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, যেখানে থাকবেন ১২ জন সিনিয়র অফিসার, ৩৯ জন ডিএসপি, ৮৬ জন পরিদর্শক, ৭০০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, ৬ হাজার ৬৭৩ জন কনস্টেবল ও ১২৯ জন নারী পুলিশ।

রাওয়ালপিন্ডিতে দায়িত্বে থাকবেন ৫ হাজারের বেশি পুলিশ সদস্য, যার মধ্যে থাকবেন ৬ জন সিনিয়র অফিসার, ১৫ জন ডিএসপি, ৫০ জন পরিদর্শক, ৫০০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, ৪ হাজার কনস্টেবল ও শতাধিক নারী পুলিশ সদস্য।

শুধু তাই নয়, নিরাপত্তার অংশ হিসেবে থাকছে খেলোয়াড়দের আবাসস্থল, যাতায়াত পথ ও স্টেডিয়ামের আশপাশে সার্চ, সুইপ, কম্বিং ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। এছাড়া ম্যাচ চলাকালে স্টেডিয়াম, হোটেল ও খেলোয়াড়দের রুটে আধুনিক ক্যামেরার মাধ্যমে নজরদারি করবে পাঞ্জাব সেফ সিটি কর্তৃপক্ষ।

ট্রাফিক নিয়ন্ত্রণে থাকবে ট্রাফিক তত্ত্বাবধায়ক ও বিশেষ পার্কিং ব্যবস্থা। ডলফিন স্কোয়াড, পুলিশ রেসপন্স ইউনিট ও এলিট ফোর্সের দলগুলো নিয়মিত টহল দেবে, পাশাপাশি স্টেডিয়ামের আশপাশের উঁচু ভবনে স্নাইপার মোতায়েন করা হবে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three