আমরা পৃথিবীর যেকোনো দলকে হারিয়ে দিতে পারি: লিটন দাস

আমরা পৃথিবীর যেকোনো দলকে হারিয়ে দিতে পারি: লিটন দাস
আমরা পৃথিবীর যেকোনো দলকে হারিয়ে দিতে পারি: লিটন দাস
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সিরিজ হারের পর আগামীকাল থেকে বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ পাকিস্তান সিরিজ। মাঠের লড়াইয়ে নামার আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস বললেন, “অবশ্যই আগের সিরিজ ভালো যায়নি। আমাদের চিন্তা অনুযায়ী যায়নি। এটা নতুন সিরিজ, এখানে নতুন চ্যালেঞ্জ। এবার চেষ্টা থাকবে ভালো করার। দেখা যাক।”
এই ভেন্যুতে অতীতে টেস্ট সিরিজ জয়ের স্মৃতিও টেনে আনেন লিটন, কয়েকমাস আগেই পাকিস্তানকে টেস্টে হোয়াইওয়াশ করেছিলো বাংলাদেশ, লিটন বলেন,“ভিন্ন বলের খেলা। তবে আমাদের মাঝে বিশ্বাস আছে, আমরা বিশ্বের যেকোনো দলকে হারাতে পারি। প্রতিপক্ষ নিয়ে অত ভাবতে চাই না, নিজেদের উন্নতিতেই ফোকাস করছি।”
পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জ কতটা কঠিন এমন প্রশ্নে লিটনের সহজ উত্তর "ভালো খেললে যে কাউকে হারানো সম্ভব" এই নিয়ে তিনি আরো বলেন,“তারা দারুণ বোলিং সাইড। গত কয়েক বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো করতে পারিনি, তাই ধারাবাহিক ভালো খেলার বিকল্প নেই।”
বোলিং ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্য মুস্তাফিজুর রহমান না থাকায় কিছুটা ঘাটতি থাকলেও আত্মবিশ্বাসী লিটন, “ফিজ আমাদের গুরুত্বপূর্ণ বোলার। তবে দলে ভালো ব্যালান্স আছে। যারা আছে তারাও যথেষ্ট সামর্থ্যবান।” সিনিয়র পেসারদের অনুপস্থিতির প্রসঙ্গেও লিটন বলেন, “তাসকিন, ফিজরা না থাকলেও এটা বাকিদের জন্য বড় সুযোগ নিজেদের প্রমাণ করার।”
আলোচনা-সমালোচনা নিয়ে লিটনের ভাবনাও জানিয়েছেন সংবাদসম্মেলনে। ইউএইতে হারের পর আলোচনা-সমালোচনা নিয়ে প্রশ্নে লিটন বলেন, “আলোচনা সমালোচনা হবেই। সবারই চেষ্টা থাকে ভালো খেলার। আমরা ভুলগুলো রিপিট না করতে পারি সেটাই লক্ষ্য।”
নিজের ব্যাটিং রোল নিয়ে আত্মবিশ্বাসী লিটন, “আমার ব্যাটিং রোল অনেক গুরুত্বপূর্ণ। ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”