আইপিএল খেলতে ৩ ফ্র্যাঞ্চাইজির সাথে সাকিবের যোগাযোগ
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 5
সিলেটে ৯ উইকেট পাওয়া মুজারাবানি আইসিসি র্যাংকিংয়ে দিলেন বড় লাফ

আইপিএল খেলতে ৩ ফ্র্যাঞ্চাইজির সাথে সাকিবের যোগাযোগ
আইপিএল খেলতে ৩ ফ্র্যাঞ্চাইজির সাথে সাকিবের যোগাযোগ
এবারের আইপিএলের নিলাম থেকে দল পাননি সাকিব আল হাসান। তবে সাকিব খেলতে চান আজ থেকে শুরু হতে যাওয়া আইপিএল। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিবেদন বলছে, মোট ৩টি ফ্র্যাঞ্চাইজির সাথে যোগাযোগ করেছেন সাকিব।
আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছেন সাকিব আল হাসান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে আলোচনায় বসেছেন তিনি। এমন সব তথ্য দিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিন। সাকিব নাকি ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়ে দিয়েছেন, খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি।
গত ৯ মার্চ ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। গতকাল পরীক্ষার ফল হাতে পায় ইসিবি। বোলিং পরীক্ষায় পাস করলেন বাংলাদেশের ইতিহাসের সেরা এই অলরাউন্ডার। বল করতে আর বাঁধা নেই এই তারকা অলরাউন্ডারের।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিবের দীর্ঘ ক্যারিয়াররে প্রথমবারের মতো বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়।
সাকিবের শেষ আন্তর্জাতিক খেলা ছিল ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে, যদিও তার সর্বশেষ ওয়ানডে খেলা হয়েছিল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে।